Advertisement
০৪ মে ২০২৪
Vatican City

নোবেল শান্তি পুরস্কার পাওয়া বিশপের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, শাস্তি দিল ভ্যাটিকান

২০১৯সাল থেকে এই অভিযোগের তদন্ত চলছিল কার্লোসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভ্যাটিকান সিটি জানিয়েছে, ওই বিশপের অধিকাংশ ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশপ কার্লোস বেলো।

বিশপ কার্লোস বেলো। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৭
Share: Save:

তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল ১৯৯৬ সালে। তার ঠিক ছ’বছর পর থেকেই তিনি কিশোরদের উপর যৌন অত্যাচার শুরু করেন বলে অভিযোগ উঠেছে দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ পূর্ব টিমোর-এর বিশপ কার্লোস বেলোর বিরুদ্ধে।

দীর্ঘদিন উপনিবেশ হয়ে থাকা দক্ষিণ এশিয়ার এই দেশটি বাসিন্দাদের মানবাধিকার রক্ষায় তাঁর প্রশংসনীয় ভূমিকার জন্যই নোবেল দেওয়া হয়েছিল কার্লোসকে। জানা গিয়েছে, ২০০২ সাল থেকেবই দেশের বহু কিশোর অত্যাচারিত এবং ধর্ষিত হয়েছে তাঁর কাছে। শুধু তা-ই নয়, অর্থ দিয়ে তাঁদের চুপ করিয়েও রেখেছেন কার্লোস।

২০১৯সাল থেকে এই অভিযোগের তদন্ত চলছিল কার্লোসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভ্যাটিকান সিটি জানিয়েছে, ওই বিশপের অধিকাংশ ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত ২০ বছর ধরে কার্লোস পূর্ব টিমোরের কিশোরদের যৌন হেনস্থা করে চলেছেন বলে ভ্যাটিকান সূত্রে খবর। তারা জানিয়েছে ওই বিশপের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছে। তাছাড়া শিশু এবং কিশোরদের সঙ্গে তার যোগাযোগেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vatican City Crime Bishop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE