করোনার বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ার লড়াইয়ে খুব তাড়াতাড়িই জুড়তে চলেছে আরও এক নয়া ভ্যাকসিন। নাম নোভাভ্যাক্স।
ট্রায়াল পর্যায়েই এই ক্যান্ডিডেটটি ব্রিটেন স্ট্রেন প্রতিরোধের ক্ষেত্রে বিশেষ সাফল্যের প্রমাণ দিয়েছে। দক্ষিণ আফ্রিকা স্ট্রেন প্রতিরোধের আংশিক ক্ষমতাও রয়েছে এই প্রতিষেধকের, দাবি বিজ্ঞানীদের। আমেরিকায় তৈরি প্রতিষেধকটির ট্রায়াল হয়েছিল ব্রিটেন-সহ বেশ কয়েকটি দেশে।
চলতি সপ্তাহেই ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে এ দিনই প্রথম দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত এক জনের খোঁজ মিলেছে ব্রিটেনে। সেই আবহে দাঁড়িয়ে এই ‘ভ্যাকসিন-সুখবরকে’ স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
ব্রিটেনে চালানো ট্রায়ালে ৮৯.৩% কার্যকর প্রমাণিত হয়েছে নোভাভ্যাক্স। পাশাপাশি ট্রায়াল পর্যায়ে থাকাকালীনই ব্রিটেন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হওয়া ভ্যাকসিন হিসেবে নোভাভ্যাক্সই প্রথম। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এই প্রতিষেধকের ৬ কোটি ডোজ়ের বরাত দিয়েছে বরিস সরকার। যা ব্রিটেনেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রস্তুতকারক সংস্থাটি। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পরে সে দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সবুজ সঙ্কেত পেলে চলতি বছরের মাঝামাঝিই বরাত অনুযায়ী ভ্যাকসিন চলে আসবে বরিস প্রশাসনের হাতে।