Advertisement
০৯ ডিসেম্বর ২০২৪

‘বসনিয়ার কসাই’ম্লাডিচের যাবজ্জীবন

যুগোস্লাভিয়া ভাঙার পরে শুরু হওয়া সেই গৃহযুদ্ধে সার্বদের হাতে হাজার হাজার মুসলিম যেমন খুন হন, তেমনই ধর্ষিতা হন অন্তত ২০ হাজার মহিলা।

রাতকো ম্লাডিচ

রাতকো ম্লাডিচ

সংবাদ সংস্থা
দ্য হেগ শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ০১:৩০
Share: Save:

দুনিয়াই তাঁকে দিয়েছিল কুখ্যাত ডাকনাম— ‘বসনিয়ার কসাই’। নয়ের দশকের সাবেক বসনীয়-সার্ব বাহিনীর সেই প্রাক্তন কম্যান্ডার রাতকো ম্লাডিচকে আজ যাবজ্জীবন জেল দিয়েছে সাবেক যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিওয়াই)।

১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে বসনিয়ার গৃহযুদ্ধের সময়ে গণহত্যা-সহ মোট ১১টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৭৪ বছরের ম্লাডিচ। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ‘সেব্রেনিৎসা গণহত্যা’। ১৯৯৫ সালের জুলাইয়ে মাত্র ক’দিনের মধ্যে বর্তমান বসনিয়া-হার্জেগোভিনার সেব্রেনিৎসায় আট হাজারেরও বেশি বসনীয় মুসলিমকে খুন করেছিল সার্ব বাহিনী। নিহতদের মধ্যে ছিলেন মূলত পুরুষেরাই, বালক থেকে বৃদ্ধ পর্যন্ত। আর সেই ঘাতক বাহিনীর নেতৃত্বে ছিলেন ম্লাডিচ।

যুগোস্লাভিয়া ভাঙার পরে শুরু হওয়া সেই গৃহযুদ্ধে সার্বদের হাতে হাজার হাজার মুসলিম যেমন খুন হন, তেমনই ধর্ষিতা হন অন্তত ২০ হাজার মহিলা। এখনও নিখোঁজ অনেকে। ১৯৯৫ সালে গা ঢাকা দেন ম্লাডিচ। ২০১১-য় ধরা পড়েন সার্বিয়ার এক গ্রামে। পরের বছর নেদারল্যান্ডসের দ্য হেগ-এ আইসিটিওয়াই-এ শুরু হয় তাঁর বিচার। আজ ম্লাডিচের উচ্চ রক্তচাপের কথা বলে রায়দান স্থগিতের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। তা খারিজ হয়ে যায়। এক সময়ে মেজাজ হারান ম্লাডিচও। রায় পড়ার আগেই তাঁকে আদালত থেকে বার করে নিয়ে যেতে হয়। ছবি হাতে আজ আদালতে হাজির হয়েছিল নিহত ও নিখোঁজ অনেকের পরিবার।

অন্য বিষয়গুলি:

Ratko Mladić Bosnian Serb former general War Crime Life-term Jail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy