Advertisement
০৭ মে ২০২৪

সাজা বাড়ল প্রাক্তন প্রেসিডেন্টের

দুর্নীতি মামলায় গদিচ্যুত হয়েছিলেন আগেই। এ বছরের গোড়ায় তাঁর ২৪ বছরের জেলও হয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হি-র সাজার মেয়াদ বাড়ল আরও এক বছর। সোলের এক আপিল আদালত শুক্রবার এই রায় দিয়েছে।

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০৩:২১
Share: Save:

দুর্নীতি মামলায় গদিচ্যুত হয়েছিলেন আগেই। এ বছরের গোড়ায় তাঁর ২৪ বছরের জেলও হয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হি-র সাজার মেয়াদ বাড়ল আরও এক বছর। সোলের এক আপিল আদালত শুক্রবার এই রায় দিয়েছে।

দুর্নীতি আর স্বজনপোষণের দায়ে অভিযুক্ত পার্ক ২০১৭ সালে সাংবিধানিক কোর্টের নির্দেশেই প্রেসিডেন্টের পদ খোয়ান। তিনিই দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, যাঁকে দুর্নীতির দায়ে এ ভাবে পদ থেকে সরানো হয়। ৬৬ বছরের পার্কের সঙ্গেই উঠে এসেছিল তাঁর দীর্ঘ দিনের বন্ধু চোই সুন-সিল-এর নাম। দেশের অভ্যন্তরীণ ও রাজনৈতিক নানা কাজে চোই-এর হস্তক্ষেপের অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। এ বছর এপ্রিলে পার্ককে ২৪ বছরের কারাবাসের সাজা শোনায় সোল হাইকোর্ট। কিন্তু তাঁর আইনজীবীরা সেই সাজা কমানোর আর্জি জানিয়েছিলেন আদালতের কাছে।

আজ শুনানির সময়ে বিচারক কিম মুন-সুক বলেছেন, ‘‘রাজনৈতিক আর আর্থিক ক্ষমতা অপব্যবহার করে এ ধরনের অনৈতিক কারবার গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। বাজার অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়েছে এবং দেশের মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি প্রবল অনীহাও জন্মেছে।’’

একই সঙ্গেই বিচারকের সংযোজন, ‘‘এ ক্ষেত্রে কঠোর শাস্তি এড়ানো অসম্ভব।’’ অন্য একটি আর্থিক তছরুপের মামলায় আরও আট বছরের জেল হয়েছে পার্কের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

South Korean Geun-hye
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE