রানওয়েতে নামার পরই চালক বুঝলেন কিছু গোলমাল হয়েছে। ধীরে ধীরে পিছলে যাচ্ছে বিমানের চাকা। দু’জন পাইলট, যাত্রী, বিমান কর্মী-সহ ১৬২ জন তখন সওয়ার বিমানে।
যে বিপদ আঁচ করছিলেন চালক, ঠিক সেটাই হল। রানওয়ে থেকে ছিটকে পাশে সমুদ্রের দিকে গড়িয়ে গেল বিমান। আধা ঝুলন্ত অবস্থায় পেগাসাস এয়ারলাইনসের ওই বিমানটির ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? তার সদুত্তর দিতে পারেননি চালক থেকে বিমান সংস্থার কর্তৃপক্ষ কেউই। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই দায় এড়িয়ে গিয়েছেন এয়ারলাইনসের উর্ধ্বতন কর্তপক্ষ। তার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন সবাই।