Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

আন্তর্জাতিক

এই নদীর জল লাল! কেন জানেন?

নিজস্ব প্রতিবেদন
১০ মে ২০১৯ ১৬:৩৪
লাল নদী দেখেছেন কখনও? অবাক হচ্ছেন? ভাবছেন এমন আবার হয় নাকি! জল তো বর্ণহীন বলেই জানি। আর যত নদী চোখে পড়ে তার বেশির ভাগের জলই ঘোলা।

কিন্তু এই পৃথিবীতেই এমন এক নদী আছে যার জলের রং আপনাকে অবাক করবেই। কোথায় রয়েছে এই নদী, কেনই বা এমন রং, আদৌ কি বিষয়টি ঠিক, জেনে নেওয়া যাক।
Advertisement
দক্ষিণ আমেরিকার পেরুর কাসকো শহরের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছে ‘রেড রিভার’ বা লাল নদী।

নদীটির উত্পত্তি হয়েছে পলকোয়ো রেনবো পার্বত্য উপত্যকা থেকে।
Advertisement
পলকোয়ো পর্বত নানা রকম খনিজে সমৃদ্ধ। এক একটি স্তরে এক একটি খনিজ পদার্থ রয়েছে।

পলকোয়া পর্বতের যে অংশ দিয়ে লাল নদী বয়ে গিয়েছে, ভূবিজ্ঞানীরা বলেন, পর্বতের ওই অংশে আয়রন অক্সাইডের পরিমাণ খুব বেশি।

লাল নদীর জল পর্বতের ওই অংশ দিয়ে বয়ে যাওয়ার সময় তার সঙ্গে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড মিশে যায়। যে কারণে জলের রং লালচে হয়।

বর্ষাকালে লাল নদীর রূপ দেখার মতো। সময়টা মে থেকে নভেম্বর।  কাসকো শহরে গেলেই পর্যটকরা পলকোয়ো পর্বতে ছুটে যান শুধুমাত্র লাল নদীর রূপ দেখতে।

Tags: পেরুরেড রিভারকাসকো