Advertisement
০৮ ডিসেম্বর ২০২২
Hollywood

৩৬৮ কোটির ঘোড়া, ভূত ধরার যন্ত্র, এঁদের সংগ্রহ শুনলে চমকে যাবেন

নিছকই শখ মেটানর জন্য এই সেলেবরা এমন জিনিস কিনেছেন, যা দেখলে চোখ কপালে উঠবে। কী সেগুলি? জানতে হলে চোখ রাখুন গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ১১:৫৫
Share: Save:
০১ ১৩
কথায় বলে টাকা থাকলে নাকি ‘বাঘের দুধ’ও কিনতে পাওয়া যায়। তবে শুধু টাকা নয়, জনপ্রিয়তাতেও এই তারকারা হিট লিস্টে। অতএব, এঁদের সংগ্রহের ঝুলিও যে হবে চোখ ধাঁধাঁনো, সে কথা বলাই বাহুল্য। নিছকই শখ মেটানর জন্য এই সেলেবরা এমন জিনিস কিনেছেন, যা দেখলে চোখ কপালে উঠবে। কী সেগুলি? জানতে হলে চোখ রাখুন গ্যালারির পাতায়।

কথায় বলে টাকা থাকলে নাকি ‘বাঘের দুধ’ও কিনতে পাওয়া যায়। তবে শুধু টাকা নয়, জনপ্রিয়তাতেও এই তারকারা হিট লিস্টে। অতএব, এঁদের সংগ্রহের ঝুলিও যে হবে চোখ ধাঁধাঁনো, সে কথা বলাই বাহুল্য। নিছকই শখ মেটানর জন্য এই সেলেবরা এমন জিনিস কিনেছেন, যা দেখলে চোখ কপালে উঠবে। কী সেগুলি? জানতে হলে চোখ রাখুন গ্যালারির পাতায়।

০২ ১৩
বেয়ন্সে: বরাবরই জনপ্রিয়তার শিখরে থাকেন পপ ডিভা বেয়ন্সে। তাঁর পারফরম্যান্স মঞ্চে ঝড় তোলে। এই মার্কিন গায়িকার সংগ্রহে রয়েছে সোনার লেগিংস, দাম ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় টাকায় প্রায় ৭০ লক্ষ টাকা)।

বেয়ন্সে: বরাবরই জনপ্রিয়তার শিখরে থাকেন পপ ডিভা বেয়ন্সে। তাঁর পারফরম্যান্স মঞ্চে ঝড় তোলে। এই মার্কিন গায়িকার সংগ্রহে রয়েছে সোনার লেগিংস, দাম ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় টাকায় প্রায় ৭০ লক্ষ টাকা)।

০৩ ১৩
বেয়ন্সে: পায়ে কোটি টাকার জুতো পরেন এই মার্কিন পপ গায়িকা। বেয়ন্সের পছন্দের ব্র্যান্ড ‘হাউস অব বোর্গেজি’-এর ওই ‘হাই হিল’ জুতোর দাম ২১ কোটি টাকার কাছাকাছি।

বেয়ন্সে: পায়ে কোটি টাকার জুতো পরেন এই মার্কিন পপ গায়িকা। বেয়ন্সের পছন্দের ব্র্যান্ড ‘হাউস অব বোর্গেজি’-এর ওই ‘হাই হিল’ জুতোর দাম ২১ কোটি টাকার কাছাকাছি।

০৪ ১৩
মাইক টাইসন: বক্সিং রিং-এ তাঁর বজ্র মুষ্টির সামনে অসহায় দেখাত প্রতিপক্ষকে। রিং থেকে বিদায় নিলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি এই মার্কিন বক্সারের। বক্সিংয়ের পাশাপাশি মাইক ভালবাসেন পশুপাখি। তাঁর সংগ্রহে রয়েছে দু’টি ভারতীয় সাদা বাঘ, দাম দেড় লক্ষ মার্কিন ডলার (ভারতীয় টাকায় এক কোটির কাছাকাছি)।

মাইক টাইসন: বক্সিং রিং-এ তাঁর বজ্র মুষ্টির সামনে অসহায় দেখাত প্রতিপক্ষকে। রিং থেকে বিদায় নিলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি এই মার্কিন বক্সারের। বক্সিংয়ের পাশাপাশি মাইক ভালবাসেন পশুপাখি। তাঁর সংগ্রহে রয়েছে দু’টি ভারতীয় সাদা বাঘ, দাম দেড় লক্ষ মার্কিন ডলার (ভারতীয় টাকায় এক কোটির কাছাকাছি)।

০৫ ১৩
মাইক টাইসন: সাদা বাঘ পুষেই ক্ষান্ত হননি মার্কিন বক্সার মাইক টাইসন। এক সময় বক্সিং দুনিয়ার এই বাদশা স্নান করতেও ভালবাসেন রাজার মতোই। সোনার বাথটবে গা এলিয়ে স্নান করাই পছন্দ মাইকের। তাঁর স্নানঘরে তাই শোভা পায় ২৩ লক্ষ ডলারের সোনার বাথটব (ভারতীয় টাকায় যার দাম প্রায় ১৫ কোটি টাকা)।

মাইক টাইসন: সাদা বাঘ পুষেই ক্ষান্ত হননি মার্কিন বক্সার মাইক টাইসন। এক সময় বক্সিং দুনিয়ার এই বাদশা স্নান করতেও ভালবাসেন রাজার মতোই। সোনার বাথটবে গা এলিয়ে স্নান করাই পছন্দ মাইকের। তাঁর স্নানঘরে তাই শোভা পায় ২৩ লক্ষ ডলারের সোনার বাথটব (ভারতীয় টাকায় যার দাম প্রায় ১৫ কোটি টাকা)।

০৬ ১৩
কিম বাসিঞ্জার: মোবাইলে ‘ফার্মভিলা’ খেলতে গিয়ে কখনও এমনই সবুজে ভরা একটা শহর কিনতে ইচ্ছা হয়েছে? মার্কিন অভিনেত্রী, গায়িকা এবং মডেল কিমের কিন্তু মনে হয়েছে। ২০ মিলিয়ন ডলারের আস্ত একটি শহরই তাই কিনে নিয়েছেন কিম। ভারতীয় টাকায় যার দাম ১৩৪ কোটির কাছাকাছি।

কিম বাসিঞ্জার: মোবাইলে ‘ফার্মভিলা’ খেলতে গিয়ে কখনও এমনই সবুজে ভরা একটা শহর কিনতে ইচ্ছা হয়েছে? মার্কিন অভিনেত্রী, গায়িকা এবং মডেল কিমের কিন্তু মনে হয়েছে। ২০ মিলিয়ন ডলারের আস্ত একটি শহরই তাই কিনে নিয়েছেন কিম। ভারতীয় টাকায় যার দাম ১৩৪ কোটির কাছাকাছি।

০৭ ১৩
নিকোলাস কেজ: আপনি কি কমিকস্ বই পড়তে ভালবাসেন? ‘ঘোস্ট রাইডার’, ‘ন্যাশনাল ট্রেজার’ খ্যাত নিকোলাসও ভালবাসেন নিশ্চই। হলিউডের এই অভিনেতার সংগ্রহে রয়েছে ১৬ লক্ষ ডলারের কমিকস্ বইয়ের কালেকশন। ভারতীয় টাকায় যার দাম পড়বে প্রায় ১০ কোটি।

নিকোলাস কেজ: আপনি কি কমিকস্ বই পড়তে ভালবাসেন? ‘ঘোস্ট রাইডার’, ‘ন্যাশনাল ট্রেজার’ খ্যাত নিকোলাসও ভালবাসেন নিশ্চই। হলিউডের এই অভিনেতার সংগ্রহে রয়েছে ১৬ লক্ষ ডলারের কমিকস্ বইয়ের কালেকশন। ভারতীয় টাকায় যার দাম পড়বে প্রায় ১০ কোটি।

০৮ ১৩
নিকোলাস কেজ: জুরাসিক যুগের সায়েন্স ফিকশন ছবি দেখতে কে না পছন্দ করে? তাই বলে ঘর সাজানোর জন্য ডাইনোসরের খুলি! প্রায় ২ কোটি টাকা খসিয়ে এমনই একটি খুলি কিনে ফেলেছেন অভিনেতা নিকোলাস কেজ।

নিকোলাস কেজ: জুরাসিক যুগের সায়েন্স ফিকশন ছবি দেখতে কে না পছন্দ করে? তাই বলে ঘর সাজানোর জন্য ডাইনোসরের খুলি! প্রায় ২ কোটি টাকা খসিয়ে এমনই একটি খুলি কিনে ফেলেছেন অভিনেতা নিকোলাস কেজ।

০৯ ১৩
প্যারিস হিলটন: কুকুর ভালবাসেন মার্কিন টেলি তারকা, মডেল ও অভিনেত্রী প্যারিস হিলটন। প্রিয় পোষ্যদের জন্য ইন্টিরিয়র ডেকরেটার ডেকে ঝাঁ চকচকে ডগ হাউস বানিয়েছেন অভিনেত্রী। বাতানুকূল ওই ডগ হাউসে ফলস সিলিং, ডিজাইনার আসবাব, ঝাড়বাতি কী নেই। খরচ কত পড়েছে জানেন? প্রায় ২ কোটি ১৯ লক্ষ টাকা।

প্যারিস হিলটন: কুকুর ভালবাসেন মার্কিন টেলি তারকা, মডেল ও অভিনেত্রী প্যারিস হিলটন। প্রিয় পোষ্যদের জন্য ইন্টিরিয়র ডেকরেটার ডেকে ঝাঁ চকচকে ডগ হাউস বানিয়েছেন অভিনেত্রী। বাতানুকূল ওই ডগ হাউসে ফলস সিলিং, ডিজাইনার আসবাব, ঝাড়বাতি কী নেই। খরচ কত পড়েছে জানেন? প্রায় ২ কোটি ১৯ লক্ষ টাকা।

১০ ১৩
সিলিন ডিয়ন: ঘরের পরিবেশ বিশুদ্ধ রাখতে হিউমিডিফায়ার অর্ডার করেছেন কখনও? ঘরের পরিবেশ ভাল রাখতে সাধারণ এই যন্ত্রের দাম ৪-৫ হাজারের কাছাকাছি। কানাডিয়ান গায়িকা সিলিন কিন্তু কিনেছেন এমন এক হিউমিডিফায়ার যার দাম ২ মিলিয়ন ডলার (ভারতীয় টাকায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকা)।

সিলিন ডিয়ন: ঘরের পরিবেশ বিশুদ্ধ রাখতে হিউমিডিফায়ার অর্ডার করেছেন কখনও? ঘরের পরিবেশ ভাল রাখতে সাধারণ এই যন্ত্রের দাম ৪-৫ হাজারের কাছাকাছি। কানাডিয়ান গায়িকা সিলিন কিন্তু কিনেছেন এমন এক হিউমিডিফায়ার যার দাম ২ মিলিয়ন ডলার (ভারতীয় টাকায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকা)।

১১ ১৩
অ্যাকন: মোবাইল গেমে নয়, বাস্তবেই একটা আস্ত হিরের খনি কিনে ফেলেছেন হলিউডের জনপ্রিয় গায়ক অ্যাকন। দাম অবশ্য জানা নেই।

অ্যাকন: মোবাইল গেমে নয়, বাস্তবেই একটা আস্ত হিরের খনি কিনে ফেলেছেন হলিউডের জনপ্রিয় গায়ক অ্যাকন। দাম অবশ্য জানা নেই।

১২ ১৩
লেডি গাগা: জনপ্রিয়তা হোক বা গসিপ, এই মার্কিন পপ গায়িকা সবেতেই থাকেন এক নম্বরে। তাঁর সংগ্রহে নাকি রয়েছে ভূত ধরার যন্ত্র (ঘোস্ট ডিটেকশন মেশিন)। ৫০ হাজার ডলারের (ভারতীয় টাকায় প্রায় ৩৩ লক্ষ টাকা) মেশিনটি বাস্তবেই ভূতের হদিশ দেয় কি না জানা নেই, তবে সেলেবদের পছন্দ বলে কথা, ব্যতিক্রম তো হবেই!

লেডি গাগা: জনপ্রিয়তা হোক বা গসিপ, এই মার্কিন পপ গায়িকা সবেতেই থাকেন এক নম্বরে। তাঁর সংগ্রহে নাকি রয়েছে ভূত ধরার যন্ত্র (ঘোস্ট ডিটেকশন মেশিন)। ৫০ হাজার ডলারের (ভারতীয় টাকায় প্রায় ৩৩ লক্ষ টাকা) মেশিনটি বাস্তবেই ভূতের হদিশ দেয় কি না জানা নেই, তবে সেলেবদের পছন্দ বলে কথা, ব্যতিক্রম তো হবেই!

১৩ ১৩
জয় জেড: নিজের জন্য দুরন্ত গতির রেসের ঘোড়া কিনেছেন মার্কিন র‌্যাপ গায়ক জয় জেড। বাদামী কালো মিশেলের ঘোড়াটির দাম ৫৫ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৩৬৮ কোটি।

জয় জেড: নিজের জন্য দুরন্ত গতির রেসের ঘোড়া কিনেছেন মার্কিন র‌্যাপ গায়ক জয় জেড। বাদামী কালো মিশেলের ঘোড়াটির দাম ৫৫ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৩৬৮ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.