Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Japan

জাপানে ‘লুকিয়ে’ রয়েছে কেরলের এক গ্রাম! জানতেন?

সুদূর জাপানে বসেও উপভোগ করতে পারবেন কেরলকে। স্বাদ নিতেন পারেন কেরলের সুস্বাদু খাবারের। কী ভাবে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ১৫:৩৬
Share: Save:
০১ ১১
ভারত থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে জাপান। কিন্তু সুদূর জাপানে বসেও উপভোগ করতে পারবেন কেরলকে। স্বাদ নিতেন পারেন কেরলের সুস্বাদু খাবারের। কী ভাবে?

ভারত থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে জাপান। কিন্তু সুদূর জাপানে বসেও উপভোগ করতে পারবেন কেরলকে। স্বাদ নিতেন পারেন কেরলের সুস্বাদু খাবারের। কী ভাবে?

০২ ১১
কারণ জাপানেই ‘লুকিয়ে’ রয়েছে কেরলের এক গ্রাম। সেই গ্রামে পৌঁছলে ভুলেই যাবেন যে, আপনি আদতে জাপানে রয়েছেন।

কারণ জাপানেই ‘লুকিয়ে’ রয়েছে কেরলের এক গ্রাম। সেই গ্রামে পৌঁছলে ভুলেই যাবেন যে, আপনি আদতে জাপানে রয়েছেন।

০৩ ১১
জাপানের ওই কেরল গ্রামে রয়েছে হুবহু সেই রাজ্যেরই সংস্কৃতি।

জাপানের ওই কেরল গ্রামে রয়েছে হুবহু সেই রাজ্যেরই সংস্কৃতি।

০৪ ১১
জাপানের অন্যতম বড় শহর নাগোয়া থেকে মাত্র ৩০ মিনিট দূরে রয়েছে ইনুয়ামা। এই ইনুয়ামাতেই রয়েছে কেরলের গ্রামটি।

জাপানের অন্যতম বড় শহর নাগোয়া থেকে মাত্র ৩০ মিনিট দূরে রয়েছে ইনুয়ামা। এই ইনুয়ামাতেই রয়েছে কেরলের গ্রামটি।

০৫ ১১
অবাক হচ্ছেন নিশ্চয়! এ বার একটু খোলসা করেই বলা যাক। এটা আসলে একটি জাদুঘর। নাম ‘দ্য লিটল ওয়ার্ল্ড মিউজিয়াম অব ম্যান’।

অবাক হচ্ছেন নিশ্চয়! এ বার একটু খোলসা করেই বলা যাক। এটা আসলে একটি জাদুঘর। নাম ‘দ্য লিটল ওয়ার্ল্ড মিউজিয়াম অব ম্যান’।

০৬ ১১
এই জাদুঘরের বৈশিষ্ট্যই হল নানা দেশের সংস্কৃতি তুলে ধরা। জাদুঘরে এখনও পর্যন্ত মোট ২২টি দেশের প্রতীকী গ্রাম রয়েছে। এর মধ্যেই একটি হল কেরলের।

এই জাদুঘরের বৈশিষ্ট্যই হল নানা দেশের সংস্কৃতি তুলে ধরা। জাদুঘরে এখনও পর্যন্ত মোট ২২টি দেশের প্রতীকী গ্রাম রয়েছে। এর মধ্যেই একটি হল কেরলের।

০৭ ১১
১৯৭০ সালে তৈরি এই জাদুঘরটি। প্রতীকী গ্রামগুলো বানানোর জন্য ওই ২২টি দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা হয়েছে।

১৯৭০ সালে তৈরি এই জাদুঘরটি। প্রতীকী গ্রামগুলো বানানোর জন্য ওই ২২টি দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা হয়েছে।

০৮ ১১
ওই গ্রামে পা রাখলেই প্রথমে চোখে পড়বে ঐতিহ্যবাহী টালির ছাদের দোতলা বাড়ি। পাশে রয়েছে চায়ের দোকান এবং পুকুর।

ওই গ্রামে পা রাখলেই প্রথমে চোখে পড়বে ঐতিহ্যবাহী টালির ছাদের দোতলা বাড়ি। পাশে রয়েছে চায়ের দোকান এবং পুকুর।

০৯ ১১
ইট দিয়ে বানানো হয়েছে বাড়িটি। নাম রাখা হয়েছে চানাকাথ হাউস। বাড়িটিতে রয়েছে একটি লম্বা বারান্দা। সামনে খোলামেলা উঠোন, আলাদা রান্নাঘর এবং একটি শোওয়ার ঘর রয়েছে।

ইট দিয়ে বানানো হয়েছে বাড়িটি। নাম রাখা হয়েছে চানাকাথ হাউস। বাড়িটিতে রয়েছে একটি লম্বা বারান্দা। সামনে খোলামেলা উঠোন, আলাদা রান্নাঘর এবং একটি শোওয়ার ঘর রয়েছে।

১০ ১১
বাড়ির ভিতরটাও সাজানো হয়েছে কেরলের কথা মাথায় রেখেই। আর তার জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরাসরি কেরল থেকেই নিয়ে আসা হয়েছে এখানে।

বাড়ির ভিতরটাও সাজানো হয়েছে কেরলের কথা মাথায় রেখেই। আর তার জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরাসরি কেরল থেকেই নিয়ে আসা হয়েছে এখানে।

১১ ১১
চাইলে আপনি কেরলের খাবারও উপভোগ করতে পারেন ওই জাদুঘরে। সে ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি আয়োজন রয়েছে প্রতিদিন বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

চাইলে আপনি কেরলের খাবারও উপভোগ করতে পারেন ওই জাদুঘরে। সে ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি আয়োজন রয়েছে প্রতিদিন বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE