Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইউক্রেনে খুন ভারতীয় ২ ছাত্র

ইউক্রেনে খুন হলেন দুই ভারতীয় ছাত্র। ইউক্রেনের উজহোরোড মেডিক্যাল কলেজে পাঠরত তিন ছাত্রের উপর ছুরি দিয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আর এক জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০২:৫৭
Share: Save:

ইউক্রেনে খুন হলেন দুই ভারতীয় ছাত্র।

ইউক্রেনের উজহোরোড মেডিক্যাল কলেজে পাঠরত তিন ছাত্রের উপর ছুরি দিয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আর এক জনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার ভোর রাতে স্থানীয় তিন দুষ্কৃতী ওই ছাত্রদের উপর চড়াও হয়। এলোপাথাড়ি ছুরির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রণব শাণ্ডিল্য ও অঙ্কুর সিংহ নামে দুই ছাত্রের। গুরুতর আহত হন ইন্দ্রজিৎ সিংহ চৌহান। ইন্দ্রজিতের বয়ানের ভিত্তিতে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। ইউক্রেন সীমান্ত পার হয়ে পালানোর সময় দুষ্কৃতীরা ধরা পড়ে। তাদের কাছ থেকে ওই ছাত্রদের পাসপোর্ট ও রক্তমাখা ছুরিও মিলেছে। অনুমান, ওই তিন ছাত্রের পাসপোর্ট চুরি করে অবৈধ অনুপ্রবেশের ফন্দি আঁটছিল দুষ্কৃতীরা।

নিহত প্রণব ও অঙ্কুর দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃতীয় বর্ষের ছাত্র প্রণবের বাড়ি মুজফ্ফরনগরে এবং চতুর্থ বর্ষের ছাত্র অঙ্কুর গাজিয়াবাদে থাকত বলে জানা গিয়েছে। আগরার বাসিন্দা ইন্দ্রজিৎও তৃতীয় বর্ষের ছাত্র। রবিবার বেলায় কিয়েভে ভারতীয় দূতাবাসে ঘটনার খবর পৌঁছয়। প্রণব ও অঙ্কুরের মৃত্যুতে টুইটারে দুঃখ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে বিদেশ মন্ত্রক কথা বলেছে বলে জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। ইউক্রেন থেকে ওই দুই ছাত্রের দেহ ভারতে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, ইউক্রেনে পাঠরত অন্য ভারতীয় ছাত্রদের নিরাপত্তা নিয়েও ইউক্রেন প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

indian students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE