লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গোপন ঘাঁটির ওপর বড়সড় বিমান হানাদারি চালাল আমেরিকা।
শুক্রবার ত্রিপোলির পশ্চিমে সারবাথার কাছে আইএসের ওই গোপন ঘাঁটিতে মার্কিন বোমারু বিমানের হামলায় কম করে ৩০ জন জঙ্গির মৃত্যু হয়েছে।
পেন্টাগনের এক পদস্থ কর্তা আজ এ খবর দিয়ে বলেছেন, নিহত জঙ্গিদের বেশির ভাগই তিউনিসিয়ার নাগরিক। তাদের লিবিয়ায় আইএসের গোপন ঘাঁটিতে নিয়ে আসা হয়েছিল, অস্ত্র প্রশিক্ষণের জন্য। নিহত জঙ্গিদের মধ্যে কয়েক জন ‘সুইসাইড বম্বার’ও রয়েছে।