Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সন্দেহ বিমান চালককে, দাবি ব্রিটিশ দৈনিকের

রহস্যের সমাধান এখনও হয়নি। কিন্তু তদন্ত যত দূর এগিয়েছে, তা থেকে মালয়েশিয়ার পুলিশের দৃঢ় ধারণা, এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার পিছনে হাত রয়েছে পাইলট জাহারি আহমেদ শাহেরই। সম্প্রতি এই দাবিই করেছে ব্রিটেনের এক সংবাদপত্র।

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ০২:৪৮
Share: Save:

রহস্যের সমাধান এখনও হয়নি। কিন্তু তদন্ত যত দূর এগিয়েছে, তা থেকে মালয়েশিয়ার পুলিশের দৃঢ় ধারণা, এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার পিছনে হাত রয়েছে পাইলট জাহারি আহমেদ শাহেরই। সম্প্রতি এই দাবিই করেছে ব্রিটেনের এক সংবাদপত্র।

তবে তা বলে এখনই তদন্ত শেষ করে দিচ্ছে না মালয়েশীয় পুলিশ। ওই সংবাদপত্র এক পুলিশকে উদ্বৃত করে বলেছে, “আমরা এখনও সব রকম সম্ভাবনাই খতিয়ে দেখছি।” কিন্তু ওই সংবাদপত্রেরই দাবি, পুলিশ এ পর্যন্ত যা তথ্য পেয়েছে, তাতে নাশকতার সম্ভাবনাই সব চেয়ে জোরদার হচ্ছে। এবং তা যদি সত্যি হয়ে থাকে, সে ক্ষেত্রে পুলিশের তালিকায় সব চেয়ে সন্দেহভাজন জাহারি আহমেদ শাহ।

কিন্তু কেন? সংবাদপত্রটি জানিয়েছে, জাহারির বাড়িতে রাখা ‘ফ্লাইট সিমুলেটর’টি থেকে যে তথ্য মুছে দেওয়া হয়েছিল, সেগুলি উদ্ধার করা গিয়েছে। আর তা থেকেই স্পষ্ট, জাহারি এমন ভাবে সিমুলেটরের কম্পিউটারটি ‘প্রোগ্রাম’ করেছিলেন যাতে কি না তিনি প্রায় দক্ষিণ ভারত মহাসাগর পর্যন্ত যেতে পারে এমন একটি উড়ানের মহড়া দিতেন। তা ছাড়া, ছোট রানওয়েতে বিমান কী ভাবে অবতরণ করানো যায়, তারও অনুশীলন করতেন ওই অভিজ্ঞ পাইলট। সব মিলিয়ে সন্দেহ তাই দৃঢ় হচ্ছে যে বিমান গায়েব হওয়ার পিছনে হাত থাকতে পারে জাহারিরই।

এই প্রাথমিক তথ্যগুলি অবশ্য এখনও প্রকাশিত হয়নি। শুধু কয়েকটি দেশের সরকারকে গোপনে তা জানানো হয়েছে। তবে প্রত্যাশিত ভাবেই সংবাদপত্রের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে জাহারির পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mh 370 malaysia zaharie ahmad shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE