আর্থিক অবস্থা খুবই ভাল থাকবে যদি অলসতা ত্যাগ করতে পারেন। যত জরুরি কাজই হোক না কেন ঋণ নিতে যাবেন না।
যদি অটুট বন্ধুত্বও থাকে, তা-ও খুব বুঝে বন্ধুর সঙ্গে মেলামেশা করুন। আপনার আচরণে পরিবারের মানুষেরা খুব আপ্লুত থাকবেন, তবে পরিবারের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। আপনি কর্মক্ষেত্রে যতই আন্তরিক হোন, এই মাসে ছোট কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে হতে পারে। ভ্রমণ যতটা সম্ভব এই মাসে এড়িয়ে চলাই ভাল হবে, বাইরে গিয়ে বিপদের ঝুঁকি রয়েছে। ব্যবসায় নতুন করে টাকা লাগাতে পারেন, তবে নতুন কোনও ব্যবসা শুরু করতে যাবেন না।