এই মাসের প্রথম দিকে কর্মে উৎসাহ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারবেন না। তাই আর্থিক উন্নতিও খুব একটা দেখতে পাবেন না।
সংসারে কোনও একজন আপনাকে এমন কথা বলবে যে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, তবে মনকে খুব শান্ত রাখতে হবে। স্বাস্থ্যগত দিকে যদি কোনও সমস্যা আসে, তা হলে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিন তাঁর পর ওষুধ খান, ভুল চিকিৎসার যোগ দেখা যাচ্ছে। যানবাহন কেনার ইচ্ছা থাকলে মাসের মধ্য ভাগে কিনতে পারেন। জীবনসঙ্গীর জন্য কোনও দামি উপহার কিনতে হতে পারে। যে কোনও দায়িত্ব যদি আসে তবে তা খুব দৃঢ়তার সঙ্গে পালন করুন। কেউ আপনাকে বোকা বানাতে চাইলে, সে নিজে ঠকবে।