নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে পারলে কর্মস্থানে অনেক দূর এগোতে পারবেন এবং চাকরির সম্ভাবনা পাকা হবে। সন্তানদের থেকে এতটাই ভালবাসা পাবেন যে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হবে।
যে কোনও কাজে যাওয়ার আগে মন শান্ত করে নিন। কোনও প্রতিযোগিতামূলক কাজে বেশি ঘেঁষবেন না, তাতে সফল না-ও হতে পারেন। স্ত্রীর সঙ্গে বেশি ক্ষণ সময় কাটাতে ইচ্ছা করবে এই মাসে। বিদেশে কর্মযোগ দেখা যাচ্ছে, তবে প্রবল নয়। ন্যায় ভাব নিয়ে চলতে পারলে শান্তি বজায় থাকবে। বাবার বাড়ির আত্মীয়েরা আপনাকে ঠকাতে পারে, তাই খুব সতর্ক থাকতে হবে। আর্থিক দিকটা ভাল থাকলেও মাসের শেষের দিকে একটু অর্থাভাব দেখা দিতে পারে।