তারকার পুজো
-
পুজোয় ইমন কিসের আবদার করলেন বয়ফ্রেন্ড শোভনের কাছে?
‘‘পুজোর সময় প্রবাসী বাঙালিদের গান শোনাতে দারুণ লাগে।’’
-
দুর্গাপুজো মানেই আমার আর পঞ্চমের হিট গান: আশা
তাঁদের যুগলবন্দি দুর্গাপুজোয় যে সুপারহিট গান তৈরি করেছিল সেটাই ছিল তাঁর দুর্গাপুজো। বহু বছর বাদে আবার পুজোর গান করলেন আশা ভোঁশলে। কেন?
-
‘পুজোতে অজস্র স্মৃতি,বেশির ভাগই জানানো ঠিক হবে না’
মহালয়া শুনতে বাড়ির সবাই ভোরবেলা উঠে রেডিয়ো চালিয়ে দেয়। টিভি দেখে।
-
নতুন জামা কখন পরব বলুন?
পুজোতে কটা জিন্স কিনেছি। স্কার্টও কিনলাম। মানে সবই ওয়েস্টার্ন ওয়্যার।
-
পুজোর সময় দেখতে পাবেন প্যান্ডেলে ফুচকা খাচ্ছি: কৌশানী
বাঙালিদের তো পুজো মানেই শপিং। মেয়েদের তো স্পেশ্যাল শপিং মাস্ট।
-
শ্বশুরমশাই বিশ্বজিতের পুজোয় মুম্বই থাকবেন অর্পিতা!
মুম্বইয়ের শ্বশুরবাড়ির পুজোয় তিনি কি অর্পিতা চট্টোপাধ্যায় নাকি বাড়ির বউ?
-
পুজোতে কখনও বেড়াতে যাইনি, কলকাতাতেই থাকি: রাইমা সেন
কলকাতা এবং মুম্বই, দু’জায়গাতেই এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন রাইমা। পুজোতে কোথায় থাকবেন তিনি?
-
‘পুজোয় তখনকার প্রেম ছিল একটু চেয়ে থাকা, তার পর দূরে চলে যাওয়া’
পুজোর বাজারে তাঁর জন্যই গোয়েন্দার হাওয়া। বাঙালিকে পুজোতে ব্যোমকেশের রহস্যে মজিয়ে দিলেও তিনি নিজে এ বার পুজোয় চলছেন অন্য পথে। পরিচালক অরিন্দম শীল। পুজোতে কেবল দুর্গাই তাঁর সহায়। ছবির প্রোমোশনের সঙ্গে সঙ্গে পুজোর চার দিনের মেনু ঠিক করছেন তিনি।
-
হ্যান্ডসাম ছেলে দেখতে ম্যাডক্স স্কোয়ার যেতাম...
এমনিতে বাড়ির সব রান্নাই খাই আমি। কিন্তু পুজোর সময় বাইরের খাবারও খাওয়া হয়।
-
এ বারের পুজোতে আছে এক্সাইটমেন্ট : রাজনন্দিনী
অভিনেত্রী হিসেবে এটাই প্রথম পুজো রাজনন্দিনীর।