তারকার পুজো
-
ভিড়ে ঠাকুর দেখার আলাদা মজা, সেটাই মিস করি, বললেন ভানুমতীর মেঘরাজ
ছোট পর্দার ব্যস্ত নায়ক রুবেল । না রুবেল না বলে মেঘরাজ বলাই ভালো। সারাক্ষণ ব্যস্ত শুট নিয়ে।তার মাঝেই আনন্দবাজার ডিজিটালের রোশনি কুহু চক্রবর্তীকে জানালেন পুজোর প্ল্যান।
-
বাবা পুজোতে চোখ মেরে বলে, প্রিন্স চার্মিংকে পেয়েও যেতে পার...
পুজো মানেই এথনিক। বিদেশে আছি বলে পুজোয় শাড়ি পরব না, তা কিন্তু নয়।
-
রাত জেগে ঠাকুর দেখব, আর ভোগ খাওয়াটা মাস্ট...
কলকাতার পুজোতে যাওয়া হয়নি প্রায় বছর পনেরো। মাঝে একবার একদিনের জন্য কলকাতায় গেছিলাম ঢাকি প্রতিযোগিতায় বিচারক হয়ে।
-
পুজোতে মায়ের হাতের রান্না মিস করব, বললেন নয়না
কলকাতার যাদবপুরের মেয়ে নয়না এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। পেশার তাগিদে সেটাই এখন তাঁর ঠিকানা।
-
নায়িকা হয়ে যাওয়ার ফলে পুজোর প্রেমটা তেমন হয়নি
অঙ্কুশ বলছে বিয়ে করবে এক বছরের মধ্যেই। তার জন্যও টাকা জমাতে হবে।
-
শুধুই চুমু নাকি আরও কিছু? সোহিনীকে জিজ্ঞেস করলেন আবির!
চমকে উঠলেন আবির, রাহুল, সোহিনী, ‘‘শুক্লাদি প্রণাম করে! ভাবা যায় না!’’
-
পুজোয় কলকাতা ছাড়বেন সোহিনী, কেন জানেন?
জনপ্রিয় টিভি সিরিয়াল ভূমিকন্যার শুটিং চলছে। শটের মাঝেই আনন্দবাজার ডিজিটালে রোশনি কুহু চক্রবর্তীর সঙ্গে পুজোর আড্ডায় মুখোমুখি বড় পর্দার সত্যবতী।
-
মেয়ের এটা প্রথম পুজো, আমার কাছে খুবই স্পেশ্যাল
এই বছরের পুজো আমার কাছে খুব স্পেশ্যাল। কারণ আমার মেয়ের এটা প্রথম পুজো। ওর নাম রেখেছি অবন্তিকা।
-
অষ্টমীতে কার থেকে ইচ্ছামতো শাড়ি বেছে নেবে ‘বকুল’
জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল বকুল কথার নায়িকা উষসী রায়ের সঙ্গে আড্ডায় রোশনি কুহু চক্রবর্তী।
-
যিশুর পত্নী-প্রেম নিয়ে কী বললেন সৃজিত?
কার্তিক সেজে বেরনোর দিন নাকি শেষ! বলছেন সৃজিত।