উৎসবের মরশুম এখনও চলছে। সামনেই কালীপুজো ও ভাইফোঁটা। সেই আমেজেই বাড়িতে বানিয়ে ফেলুন জিভে জল আনা ডাব চিংড়ি! এর জন্য উপকরণ হিসাবে লাগবে - গলদা বা বাগদা চিংড়ি: ৫০০ গ্রাম, মাঝারি শাঁসযুক্ত ডাব: ১টি (বাটা মশলা ও পরিবেশনের জন্য), সর্ষের তেল (কাঁচা): ৩ টেবিল চামচ, নুন ও হলুদ: স্বাদ মতো। প্রথমেই ডাব থেকে জল ও শাঁস সাবধানে আলাদা করে নিন।