এই রান্না করতে আপনার লাগবে - চিংড়ি মাছের কিমা (২০০-২৫০ গ্রাম), সেদ্ধ আলু (১টি মাঝারি), পেঁয়াজ বাটা/কুচি (১টি বড়), আদা-রসুন বাটা (১ টেবিল চামচ), হলুদ (পরিমাণ মতো), নুন (পরিমাণ মতো), সামান্য চালের গুঁড়ো বা বেসন (মুইঠ্যা বাঁধতে), টোম্যাটো বাটা বা পেস্ট (২টি মাঝারি - অথবা টোম্যাটো পিউরি-ও ব্যবহার করতে পারেন) এবং জিরে-ধনে গুঁড়ো (১ চা চামচ, গরম মশলা গুঁড়ো (১ চা চামচ), গোটা গরম মশলা (দারচিনি আধ ইঞ্চি, ছোট এলাচ ২টি, লবঙ্গ ৪টি), ঘি (১ চামচ), গোটা জিরে (১ চামচ), তেজপাতা (৩-৪টি), শুকনো লঙ্কা (২টি)।