প্রয়োজনীয় উপকরণ (পুর তৈরির জন্য): মাছের পাটিসাপটার মূল আকর্ষণ হল এর পুর। পুর তৈরির জন্য যা যা লাগবে - কাঁটা ছাড়ানো মাছ (ভেটকি, কাতলা বা ইলিশ) – ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি – ১টি (বড়), আদা বাটা – ১ চামচ, রসুন বাটা – ১ চামচ, কাঁচালঙ্কা কুচি – ২-৩টি (ঝাল অনুযায়ী), জিরে গুঁড়ো – ১/২ চামচ, ধনে গুঁড়ো – ১/২ চামচ, গরম মশলা গুঁড়ো – ১/২ চামচ, ধনে পাতা কুচি – ২ চামচ, সর্ষের তেল – ২ চামচ, নুন ও চিনি – স্বাদ মতো।