দুর্গাপুজোয় একটা দিন উত্তর কলকাতার জন্য বরাদ্দ থাকেই। আর উত্তরে ঠাকুর দেখতে গেলে বাগবাজার একেবারেই মিস করা যায় না! আর ঠাকুর দেখা মানে তো কেবল প্রতিমা দর্শন বা মণ্ডপ থেকে মণ্ডপে ঘোরা নয়! তাতে থাকে পেটপুজোও। আপনারও কি এ বার এক দিন বাগবাজারের দিকে যাওয়ার প্ল্যান হয়েছে? তবে এই জনপ্রিয় স্ট্রিট ফুডের দোকানগুলিতে ভূরিভোজ সারতেই পারেন।