আরসালান: ঠিকানা: পার্ক সার্কাস। সিগনেচার ডিশ: আরসালান স্পেশাল মাটন বিরিয়ানি। দাম: প্রায় ৪৫০-৫৫০ টাকা। সময়: সাধারণত দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে রেস্তরাঁ। পুজোয় সেই সময়সীমা বাড়তে পারে। কেন খাবেন: কলকাতার বিরিয়ানির এক অবিসংবাদিত নাম আরসালান। এদের বিরিয়ানি হালকা মশলাযুক্ত, সুগন্ধি এবং মাংসের টুকরাগুলি অত্যন্ত নরম। আলু-সহ পরিবেশন করা হয়, যা এই বিরিয়ানির স্বাদ আরও বাড়িয়ে তোলে।