Advertisement
E-Paper

নিষেধাজ্ঞার আর্জি বাতিল হাইকোর্টে! স্টার প্লাস, জলসা, জি বাংলা চলবে বাংলাদেশে

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলার সম্প্রচার বন্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ১৪:২৭

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলার সম্প্রচার বন্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে বাংলাদেশে ভারতীয় চ্যানেল তিনটির সম্প্রচারে আর কোনও বাধা রইল না। রবিবার জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

আদালতে স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী আব্দুল মতিন খসরু। অন্য দিকে জি বাংলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সামসুল হাসান। অন্য দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আরও পড়ুন:রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে রাখাইন কমিশনের প্রতিনিধি দল ঢাকায়

রায়ের পর রিটকারী আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গত ২৫ জানুয়ারি রিটটি পঞ্চম দিনের মতো শুনানি হয়। ২৯ জানুয়ারি এ রিটের চুড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। তবে রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি ন্যায় বিচার পাব।”
উল্লেখ্য, ২০১৪ সালের ৭ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলার সম্প্রচার বন্ধে রিট আবেদন করেছিলেন। এর পর ২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় চ্যানেল তিনটির সম্প্রচার বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
বাংলাদেশের তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক-সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। অবশেষে গত ৮, ৯, ১০ ও ১১ জানুয়ারি হাইকোর্টে ওই রুলের ওপর শুনানি শেষে চুড়ান্ত রায় দিল হাইকোর্ট।

Bangladesh Highcourt Star Plus Star Jalsha Zee Bangla
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy