Advertisement
২৫ মে ২০২৪
Bangladesh News

বাংলাদেশের স্বদেশি সংস্থায় আছড়ে পড়ছে বিদেশি বিনিয়োগ

টাকায় টাকা বাড়ে। যথার্থ বিনিয়োগে উপার্জনে ঘর ভরে। বিদেশি সংস্থা বাংলাদেশে ঝাঁপাচ্ছে, টাকা ঢালছে। ফেরত পাচ্ছে আশাতিরিক্ত। আগ্রহ তাই ঊর্ধ্বমুখী। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ৭২ ভাগ। ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আগে বিদেশি টাকা যেত বহুজাতিক সংস্থায়।

অমিত বসু
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ১২:২০
Share: Save:

টাকায় টাকা বাড়ে। যথার্থ বিনিয়োগে উপার্জনে ঘর ভরে। বিদেশি সংস্থা বাংলাদেশে ঝাঁপাচ্ছে, টাকা ঢালছে। ফেরত পাচ্ছে আশাতিরিক্ত। আগ্রহ তাই ঊর্ধ্বমুখী। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ৭২ ভাগ। ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আগে বিদেশি টাকা যেত বহুজাতিক সংস্থায়। তাদের পছন্দ ছিল গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বার্জার পেইন্টস, বাটা সু, রেকিট বেনকিজার, গ্ল্যাক্সো স্মিথ। এ সব কোম্পানির দিকে আর কেউ তেমন তাকায় না। লক্ষ্য বাংলাদেশি সংস্থার দিকে। এক মাসে ৩ শতাংশ শেয়ার বেড়েছে ডেফোডিল কম্পিউটার্সের। এক বছর আগেও এই কোম্পানিতে কোনও বিদেশি বিনিয়োগ ছিল না। জিএসপি ফাইন্যান্সে ১.৩৭ শতাংশ, বেক্সিমকো ফার্মায় ১.০৬ শতাংশ শেয়ার বৃদ্ধি পেয়েছে। চোখ বুজে তো কেউ শেয়ার কিনছে না। নাড়ি-নক্ষত্র দেখে সব দিক বিচার করেই নিচ্ছে। যাতে ঠকতে না হয়। তাদের হিসেবে যে ভুল নেই, তার প্রমাণ মিলছে। শেয়ারের দাম বাড়ছে হু হু করে। সাফল্য সম্পর্কে নিশ্চিত না হওয়ার কোনও কারণ থাকছে না। আর্গন ডেনিম, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাঙ্ক, বারাকা পাওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল, এপেক্স ফুডস, বেনিজিং-এ বিদেশি বিনি

আইটি, ব্যাঙ্কিং, ওষুধ শিল্পে বাংলাদেশের প্রসার অভাবনীয়। উন্নয়নে আন্তর্জাতিক মান। সেটা এক দিনে হয়নি। ধীরে ধীরে এগিয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে সাধারণ শ্রমিক কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। এও তো এক ধরণের যুদ্ধ। অর্থনৈতিক রণক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী এক নয়, অনেক।

উন্নত দেশ দেখছে বাংলাদেশ কী ভাবে বিশ্ববাজারে জয় ছিনিয়ে নিচ্ছে। মধ্যম আয়ের দেশ হতে আর যে বেশি সময় নেবে না, সেটা পরিষ্কার‌। বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক হিসেবে পরিচিত কোম্পানি বাংলাদেশের দিকে ঝুঁকছে। আমেরিকার ওয়াসাটচ, মর্গান স্ট্যানলি, জেপি মর্গান, গোল্ডস্যাম স্যাকস, ব্রিটেনের এবারডিন, সিঙ্গাপুরের এরিসাইগের বিশ্ব বাজারে শেয়ার ১০ হাজার কোটি ডলারের। তারাও বাংলাদেশে বিনিয়োগ করছে। নভেম্বর পর্যন্ত ১১৪ কোম্পানিতে বিদেশি বিনিয়োগ ১৫ হাজার ৬৬৫ কোটি টাকা। এক বছর আগে ছিল অনেক কম, প্রায়

বিদেশিদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল দশটি বাছাই করা কোম্পানিতে। তাদের উৎপাদন, আয়-ব্যয়ের হিসেব খতিয়ে দেখে বুঝেছে, সংস্থাগুলো এতটাই শক্ত জমির ওপর দাঁড়িয়ে, যাদের স্থিতিশীলতা সম্পর্কে কোনও প্রশ্ন নেই। ঝড়ঝাপটাতেও হেলে পড়ার শঙ্কা থাকছে না। সুফলা গাছের মতো নিয়মিত ফল দিয়ে যাবে। রকমারি পাখির মতো তার ডালপালায় আশ্রয় পাবে বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষ থেকে সাধারণ কর্মচারী। বাধার মেঘ ছিঁড়ে আকাশ ছুঁতে পারবে অনায়াসে। অর্থনৈতিক উন্নয়নে দিশা দেখাবে বাংলাদেশকে।

আরও পড়ুন: পায়ুপথে ১২টি সোনার বার! যাত্রী ধৃত ঢাকা বিমানবন্দরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Industry Foreign Investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE