Advertisement
Back to
Presents
Associate Partners
PM Narendra Modi

‘লোকে পাগল বলে বলুক, আমার বিশ্বাস পরমাত্মাই পাঠিয়েছেন আমাকে’, মন্তব্যে অটল রইলেন মোদী

ঈশ্বরই ‘বিশেষ কাজে’ তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। আবারও মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:৪৪
Share: Save:

ঈশ্বরই ‘বিশেষ কাজে’ তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। আবারও মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মোদী দাবি করেছেন, তাঁর এই ধারণার জন্য তাঁকে কেউ ‘পাগল’ ভাবতেই পারেন। তবে তাঁর দৃঢ় বিশ্বাস, ভগবানই পৃথিবীতে পাঠিয়েছেন তাঁকে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে ‘পরমাত্মা (ঈশ্বর)’ আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। এক বার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।’’

উল্লেখ্য, এর আগেও মোদী মন্তব্য করেছিলেন যে ‘পরমাত্মা’ তাঁকে পাঠিয়েছেন। তাঁর দাবি ছিল, তিনি নিশ্চিত যে তাঁর জন্ম জৈবিক ভাবে হয়নি। বিশেষ কোনও কাজ করার জন্য তাঁকে পাঠানো হয়েছে। সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

প্রধানমন্ত্রীর দাবি, ঈশ্বর তাঁকে বিভিন্ন কাজ করার জন্য ‘নির্দেশ’ দেন। তবে কখনও আসল উদ্দেশ্যের কথা বলেন না। মোদীর কথায়, ‘‘ঈশ্বর কখনও তাঁর আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। আমি কী করি, তা দেখেন আগে। এর পরে কী করতে হবে, তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না।’’

প্রধানমন্ত্রী এ-ও জানিয়েছেন, এমন অনেকে রয়েছেন, যাঁরা তাঁর সম্পর্কে কুকথা বলেন। আবার এমনও অনেকে রয়েছেন, যাঁরা তাঁর সম্পর্কে ভাল কথা বলেন। তাই তাঁর প্রতি যাঁদের বিশ্বাস রয়েছে, তাঁদের আঘাত না করা তাঁর দায়িত্ব।

বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে পড়েও তিনি কাউকে শত্রু বলে মনে করেন না বলেও মন্তব্য করেছেন মোদী। ভারতকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে কাজ করাই তাঁর লক্ষ্য বলে মোদী মন্তব্য করেছেন। মোদী বলেন, ‘‘আমি কখনওই বিরোধীদের চ্যালেঞ্জ করি না। আমি তাদের সঙ্গে নিয়ে চলতে চাই। আমি কাউকে উপেক্ষা করি না। তারা ৬০-৭০ বছর ধরে সরকার চালিয়েছে। তারা যে ভাল কাজগুলো করেছে, আমি তা থেকে শিখতে চাই।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Narendra Modi Lok Sabha Election 2024 God
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE