Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নাজিম হত্যায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

বাংলাদেশের সূত্রাপুরে ছাত্র খুনের ঘটনায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ৫০০র বেশি ছাত্র নাজিমুদ্দিনের হত্যার বিচার চেয়ে বিক্ষোভ দেখান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১৬:০০
Share: Save:

বাংলাদেশের সূত্রাপুরে ছাত্র খুনের ঘটনায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ৫০০র বেশি ছাত্র নাজিমুদ্দিনের হত্যার বিচার চেয়ে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, ‘‘আমার এ ভাবে নিজামুদ্দিনের নির্মম হত্যা কাণ্ড মেনে নিতে পারছি না। সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর যেন কাউকে এই ভাবে খুন হতে না হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।’’

নিজামুদ্দিনের খুনের ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই পড়ুয়াদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে। এ দিন তাঁরা মিছিল করে বাহাদুর শাহ পার্ক হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে আসেন। রাজপথে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের সমালোচনা করে ছাত্ররা বলেন, ‘‘এখনও পর্যন্ত পুলিশ এ ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি। চুপ করে আছে। কোন মামলাও শুরু হয়নি। তাদের হাত গুটিয়ে বসে থাকার অর্থ কী?’’ সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অবশ্য জানান, নিজামুদ্দিনের পরিবার এখনও এসে পৌঁছায়নি। তাই কোনও অভিযোগ দায়ের হয়নি।

আগে কোনও হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হত্যার আগে আমরা এমন কোনও অভিযোগ পাইনি। পরিবার ও তার বন্ধুদের সঙ্গেও কথা হয়েছে, তারাও এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি। এ দিকে নাজিমুদ্দিনকে ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক সমালোচনা করতে দেখা গিয়েছে। এমনকী ফেসবুকে তাঁর জন্য বন্ধুদের আশঙ্কা করতেও দেখা গিয়েছে।

আরও পড়ুন: ‘সরকার একটু নড়েচড়ে বস বাবা’, খুন হওয়ার আগে শেষ পোস্ট নাজিমের

বিভিন্ন মহল থেকে ধারণা করা হচ্ছে, এই ধরণের লেখালেখির জন্যও তাকে খুন করা হতে পারে।

(সৌজন্যে বাংলা ট্রিবিউন)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

blogger najimuddim samad blogger killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE