বাংলাদেশের স্মরণীয় মুক্তিযোদ্ধা ও স্বাধীন বেতার বাংলার অন্যতম প্রতিষ্ঠাতা সুব্রত সেনগুপ্ত মারা গিয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি। ‘কণ্ঠযোদ্ধা’ নামে পরিচিত সুব্রতবাবুর কথা ও সুর দেওয়া গান বাংলাদেশে এখনও জনপ্রিয়। দীর্ঘ রোগভোগের পরে মঙ্গলবার ভোরে মৃত্যু হয় সুব্রতবাবুর। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১শে-র স্মারক মিনারে সকালে তাঁর মরদেহে সম্মান জানানো হয়।
আরও খবর
যশোর থেকে উদ্ধার নিখোঁজ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার
প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, সুব্রতবাবুর শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল ওই মারণ রোগ। তাঁর স্ত্রী জলি সেনগুপ্ত জানিয়েছেন, ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই সুব্রতবাবু শয্যাশায়ী ছিলেন।
স্বদেশি আন্দোলনের নেতা সুধীর সেনগুপ্তের ছেলে ছিলেন সুব্রত সেনগুপ্ত। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে তাঁর মাসি ছিলেন। গীতিকার সুব্রত একুশে ফেব্র্রুয়ারি নিয়ে ১৬০টি গান এবং বঙ্গবন্ধু মুজিবর রহমানকে নিয়ে মোট ৫৫৫টি গান রচনা করেছিলেন বলে জানিয়েছেন জলিদেবী।