০৯ অক্টোবর ২০২৪
Rice Residential

ক্যাম্পাসে থেকেই সরকারি চাকরির প্রস্তুতির সুযোগ! পথ দেখাচ্ছে ‘রাইস রেসিডেন্সিয়াল’

সরকারি চাকরির জন্য পড়াশোনায় চাই দক্ষ প্রশিক্ষণ, সম্পূর্ণ সহযোগিতা এবং পড়াশোনার উপযোগী পরিবেশ। এই সবকিছুরই একমাত্র ঠিকানা ‘রাইস রেসিডেন্সিয়াল’।

Rice Residential

‘রাইস রেসিডেন্সিয়াল’ দিচ্ছে সরকারি চাকরিতে সাফল্যের নিশ্চয়তা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৬:৩৭
Share: Save:

ছোট থেকেই সরকারি চাকরির স্বপ্ন দেখা। সেই মতোই স্কুল বা কলেজ পাশের পর থেকে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় প্রতিযোগিতা যে কোন স্তরের তা ঘরে বসে প্রস্তুতি নিয়ে আদৌ কি বোঝা সম্ভব? এই কঠিন প্রতিযোগিতায় জিততে হলে চাই সুশৃঙ্খল এবং প্রণালী মাফিক পড়াশুনা, যেখানে কোনও খামতি থাকা উচিত নয়। কোথায় পড়ানো হয় বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে, কোথায় পড়াশুনা নির্বিঘ্ন অনুশাসনের মধ্যে থেকে জয়ের আশ্বাস এনে দেয়? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির ‘RICE Residential '।

WBCS, WB Audit and Accounts, SSC CGL, SSC CHSL-এর মতো সম্মানজনক উচ্চপদস্থ সরকারি চাকরি যা জীবনকে নিরাপত্তা দেয় তা পাওয়ার পথ কঠিন হতে পারে কিন্তু RICE Residential সেই কঠিনকে সহজ করে তোলে। তবে, তার আগে জানা প্রয়োজন RICE Residential আসলে কী? এককথায় RICE Residential হল রাইসের নিজস্ব ক্যাম্পাসে থেকেই পড়াশোনা করার ব্যবস্থা যা বারাসতের ‘অ্যাডামস নলেজ সিটি’তে অ্যাডামস ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থিত। বলা বাহুল্য, এই মুহূর্তে পূর্ব ভারতের মধ্যে প্রথম এবং একমাত্র সরকারি চাকরির প্রস্তুতির আবাসিক প্রোগ্রাম ‘RICE Residential’।

কেন এই উদ্যোগ?

সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য চাই দৃঢ়সংকল্প। অন্য কোন দিকে মন না দিয়ে কেবলমাত্র লক্ষ্যে নিবদ্ধ থাকার একমাত্র ঠিকানা RICE Residential। কারণ, সরকারি চাকরির পরীক্ষার কম্পিটিশন এত বেশি যে এর জন্য পড়াশোনা হওয়া উচিত প্রচণ্ড জোড়াল। প্রশ্ন উঠতে পারে পরীক্ষার প্রস্তুতি মেসে বা বাড়িতে থেকে কেন নয়! প্রথমত, মেসের পরিবেশ পড়াশোনার জন্য কিছুটা বাধা হতে পারে। কারণ এখানে নানা ধরণের মানুষজনেরা থাকেন, তাদের নানারকম অভ্যাস, গালগল্প হট্টগোলের মধ্যে পড়াশোনা তত নিবিড়ভাবে নাও ঘটতে পারে। সেখানে অন্যদের সঙ্গে ঘরে মানিয়ে নেবার অসুবিধা থাকতে পারে। আবার বাড়িতেও থাকে নানা ঝামেলা, ভাইবোনের খুনসুটি, ঘরের ছোটখাটো কাজকর্ম, আত্মীয়স্বজনের আসাযাওয়া এগুলোও কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির বাধাস্বরূপ। এই সবকিছুর থেকে দূরে RICE Residential সত্যিই নিরুদ্বেগ পড়াশোনার জন্য এর আদর্শ জায়গা।

রাইস সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণে দীর্ঘ ৩৮ বছরের অভিজ্ঞ, যেখান থেকে ১.৫ লক্ষ্যেরও বেশি ছাত্রছাত্রী সাফল্যের মুখ দেখেছে। সেই শ্রেষ্ঠত্বের মুকুটে আর একটি নতুন পালক RICE Residential। এখানে থেকে শিক্ষার্থীরা RICE মেথডলজিতে এবং পড়াশোনার আদর্শ পরিবেশের মধ্যে ২৪X৭-ই মনোনিবেশের সঙ্গে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন। পাশাপাশি, দূরত্বও যাতে বাধাস্বরূপ হয়ে না ওঠে সেইজন্য গ্রাম, মফস্বল এবং শহরতলীর ছাত্রছাত্রীদের জন্যও সুবিধাজনক ‘RICE Residential’।

RICE Residential দিচ্ছে সাফল্যের নিশ্চয়তা, কী ভাবে?

RICE মেথডোলজির সঙ্গে ‘RICE Residential’-এর সমস্ত নিয়ম মেনে পড়লে সাফল্য আসবেই।

এখানে শিক্ষার্থীদের পড়ার জন্য দিনরাতের সব ধরনের সুযোগ সুবিধা উপলব্ধ। ‘RICE Residential’ শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ও সুরক্ষাকে নিশ্চিত করে নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ তৈরি করে দেয়। উচ্চাভিলাষী তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়িত করবার জন্য তাদের জীবনকে একটি সুশৃঙ্খল নিয়মানুবর্তীতায় বেঁধে দেয়। পাঠকেন্দ্রিক জীবনের উপযুক্ত সমস্ত রকম পরিকাঠামো নিয়ে তৈরি এই পাঠকেন্দ্র । ক্যাম্পাসের ভিতরেই আছে বইয়ের সম্ভারে সুসজ্জিত লাইব্রেরি যেখানে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অবাধ প্রবেশাধিকার। এখানে সপ্তাহের ৭দিন ২৪ ঘন্টাই শৃঙ্খলাবদ্ধ ভাবে টানা ২০টি বিষয়ে পর্যালোচনা করা হয়, প্রতিদিন অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর ভিত মজবুত করে দেওয়া হয়। পাঠ্য সংক্রান্ত কোনও সংশয় থাকলে তখনই সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে তার সমাধান করা যায়, কেননা এখানে শিক্ষকেরাও আবাসিক। ‘RICE Residential’-এ শিক্ষক এবং সহপাঠীদের সাথে নিয়মিত গঠনমূলক যোগাযোগকে অত্যন্ত উৎসাহিত করা হয়। গ্রুপ স্টাডি, পড়ালেখা নিয়ে আলোচনা, সুস্থ প্রতিযোগিতামূলক এই পরিবেশ। এর পর তো আছেই বার বার মকটেস্ট দিয়ে নিজেকে খুঁটিয়ে দেখার চেষ্টা। এতকিছুর পাশাপাশি আছে বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা। দু'বছরের কোর্সে এই সুশৃঙ্খল প্রণালীবদ্ধ যাপনের ফলেই একজন প্রার্থীর হাতের মুঠোয় আসতে পারে সরকারি চাকরির নিয়োগপত্র আর এখানেই ‘RICE Residential’ দিতে পারে সাফল্যের নিশ্চয়তা।

‘‘শিক্ষার্থীরাই থাকবে অগ্রাধিকারের তালিকায় প্রথম।’’- অধ্যাপক (ডঃ) সমিত রায়।

রাইস গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক (ডঃ) সমিত রায়ের কথায়, “শিক্ষার্থীরাই থাকবে অগ্রাধিকারের তালিকায় প্রথম। তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে ‘RICE Residential’ করবে সব রকম ব্যবস্থা। এখানে শুধু মাত্র যোগ্যতা এবং শ্রেষ্ঠত্বর উপরই জোর দেওয়া হবে না, পাশাপাশি কী ভাবে প্রতিযোগিতা মূলক সরকারি চাকরির পরীক্ষায় প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যেতে হয় তাও শেখাবে ‘RICE Residential’ ।

RICE Education-এর এটি একটি প্রিমিয়াম প্রোগ্রাম। যা শিক্ষার্থীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার ক্ষেত্রে সর্বোত্তম লক্ষ্যমাত্রা এবং সামগ্রিক প্রশিক্ষণ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে”।

এবার দেখে নেওয়া যাক কী কী সরকারি চাকরির পাওয়ার প্রশিক্ষণ দেবে ‘RICE Residential’-

  • ডব্লুবিসিএস
  • এসএসসি সিজিএল
  • এসএসসি সিএইচএসএল
  • এসএসসি এমটিএস
  • ব্যাঙ্কিং অ্যান্ড ইনস্যুরেন্স
  • কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি

কোর্সের মধ্যে থাকছে মেজর এবং মাইনর বিভাগ। অর্থাৎ শিক্ষার্থী মেজর বিষয় WBCS-এর পাশাপাশি স্টাফ সিলেকশন, ব্যাঙ্কিং এবং ডব্লুবি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট-এর জন্য মাইনর হিসাবে প্রস্তুতি নিতে পারবেন। মেজর মাইনর বিভাজন থাকার ফলে ছাত্রছাত্রীদের প্রস্তুতি থাকছে সবধরনের পরীক্ষার জন্য। ফলে কোন না কোনটা তো সে পাশ করতে পারবেই এবং একসঙ্গে কয়েকটি পরীক্ষার গন্ডিও পার করে যাওয়া অসম্ভব নয়।

এই কোর্সটিতে ভর্তি হওয়ার যোগ্যতা একটাই— যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ‘RICE Residential’ আয়োজিত প্রবেশিকা পরীক্ষাতেও বসতে হবে যেখানে প্রতিটি ছাত্রছাত্রীকে আলাদা আলাদা মূল্যায়নের ভিত্তিতে তাকে গড়ে নেওয়া হবে।

কী কী সুবিধা রয়েছে ‘RICE Residential’-?

যাঁরা এখানে পড়াবেন তাঁরা প্রত্যেকেই প্রতিষ্ঠানের দিকপাল ব্যক্তিত্ব। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে সাহায্য করবে। পাশাপাশি, সরকারি উচ্চপদস্থ কর্মীদের দ্বারা বিশেষ ক্লাস, সেমিনারের ব্যবস্থাও থাকবে প্রতিষ্ঠানে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস হবে। প্রতিটি ক্লাস চলবে ২ ঘন্টা ধরে। ক্লাসের পরেও নিয়মিত অনুশীলন করানো হবে। প্রতি মুহূর্তে যাতে কোনও সমস্যা না থাকে তার জন্য শিক্ষার্থীদের সঙ্গেই থাকবেন রেসিডেন্সিয়াল শিক্ষক। পাশাপাশি, ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে। সপ্তাহান্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং মূল্যায়ন করা হবে যাতে ক্লাসের পরেও সংশ্লিষ্ট বিষয় নিয়ে শিক্ষার্থীদের মনে কোনও প্রশ্ন না থাকে। থাকছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থাও।

‘রাইস রেসিডেন্সিয়াল’-এর ক্লাস রুম।

‘রাইস রেসিডেন্সিয়াল’-এর ক্লাস রুম।

বাড়তি আরও অনেক সুবিধা মিলবে পড়ুয়াদের। ছেলে এবং মেয়েদের আলাদা হোস্টেল থাকছেই। সঙ্গে সিসিটিভি-তে ঘেরা ক্যাম্পাসে থাকছে সবরকম নিরাপত্তা ব্যবস্থাও। শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে নজর দিতে নিয়ম অনুযায়ী উন্নত মানের খাবার দেওয়া হবে তাঁদের। পাশাপাশি, কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকছে ‘RICE Residential’-এ । তা ছাড়াও, ওয়াইফাই সার্ভিস, ক্যান্টিন, কম্পিউটার ল্যাবরেটরি, জিমের সুবিধা পাবেন শিক্ষার্থীরা। তিন মাস অন্তর বাড়ি ফিরে পরিবারের সঙ্গে নির্ভাবনায় সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে ফিরে এসে আবার নবউদ্যমে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে শিক্ষার্থীদের কাছে।

‘রাইস রেসিডেন্সিয়াল’।

‘রাইস রেসিডেন্সিয়াল’।

সারাদিন কী ভাবে কাটবে ‘RICE Residential’- ?

  • ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবহার করা যাবে লাইব্রেরি।
  • সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে নিয়মিত ক্লাস ।
  • বেলা ২টো থেকে ৩টে পর্যন্ত 'ডাউট ক্লিয়ারিং'-এর ক্লাস চলবে।
  • বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হবে অনুশীলন (প্র্যাকটিস সেশন) এবং পরীক্ষা।
  • সাড়ে ৮টার পর থেকে নিজের পড়াশোনা করার সময় পাবেন শিক্ষার্থীরা।

সরকারি চাকরির প্রস্তুতি তো অনেকেই নেন। কেউ নিজে থেকে কেউ বা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে। কিন্তু সঠিক কৌশলে, শৃঙ্খলার উপর জোর দিয়ে যেখানে শুধুই বদ্ধপরিকর ভাবে ২৪*৭ পড়াশোনা হবে এবং যে প্রতিষ্ঠান সঠিক চেষ্টার ফলস্বরূপ হাতের মুঠোয় এনে দেবে সরকারি চাকরি, তারই নাম ‘RICE Residential’ । তা হলে আর দেরি কেন? সরকারি চাকরির স্বপ্নকে সত্যি করতে আজই যোগাযোগ করুন ‘RICE Residential’ -এ। এই কোর্সটিতে ভর্তি হতে চাইলে নীচে দেওয়া ফোন নম্বরে অথবা সরাসরি ক্যাম্পাসে যোগাযোগ করতে পারেন।

ফোন নম্বর: 9230915829 / 6292190236

ওয়েবসাইট: www.ricesmart.in/residential

এই প্রতিবেদনটি ‘রাইস রেসিডেন্সিয়াল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Rice Residential govt exam preparation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE