শিক্ষার্থীদের জন্য ফের নতুন উদ্যোগ নিল ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি নতুন কেরিয়ার গড়ার সুযোগ করে দিচ্ছে টেকনোর এই বিশেষ কোর্স,‘অ্যালায়েড হেলথ’। প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে স্বাস্থ্যসেবাও এখন দ্রুতগতিতে এগিয়ে চলেছে, তাই অভিজ্ঞ ও প্রশিক্ষিত ‘অ্যালায়েড হেলথ’ বিভাগেও পেশাদারদের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অপারেশন থিয়েটার থেকে শুরু করে ‘ডায়াগনস্টিক ল্যাব’, ‘ক্রিটিক্যাল কেয়ার’ থেকে ‘রিহ্যাবিলিটেশন’—‘অ্যালায়েড হেলথ’ বিশেষজ্ঞরাই হলেন স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ।
‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতমুখী প্রোগ্রামের মাধ্যমে পরবর্তী প্রজন্মের ‘মেডিকেল টেকনোলজিস্ট’, ‘ফিজিয়োথেরাপিস্ট’ এবং স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের গড়ে তুলতে সাহায্য করছে।
কিন্তু কেন এই ‘অ্যালায়েড হেলথ সায়েন্সস্’ নির্বাচন করবেন?
ভারতে বর্তমানে ৬.৫ মিলিয়নের বেশি ‘অ্যালায়েড হেলথ’ বিভাগে পেশাদারের ঘাটতি রয়েছে। (সূত্র: পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া)
‘অ্যালায়েড হেলথ’ বিভাগটি প্রতি বছর ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ‘ডায়াগনস্টিক’, ‘থেরাপিউটিক কেয়ার’ এবং ক্লিনিকাল সাপোর্টে কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হচ্ছে। বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে ৬০–৭০ শতাংশ কর্মীই ‘অ্যালায়েড হেলথ’ বিভাগের পেশাদার।
টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে যে কোর্সগুলি পড়ানো হয়:
টেকনোর ‘স্কুল অফ প্যারামেডিক্যাল সায়েন্সস্’ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ ও একাডেমিক উৎকর্ষতার সমন্বয়ে গড়ে ওঠা কোর্সগুলির জন্য এখন ভর্তি চলছে। তার মধ্যে রয়েছে:
১. অ্যনেস্থেসিয়া ও অপারেশন থিয়েটার প্রযুক্তিতে অনার্স সহ ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি অনার্স)
২. রেসপিরেটরি ও কার্ডিয়োভাসকুলার প্রযুক্তিতে অনার্স সহ ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি অনার্স)
৩. মেডিক্যাল ল্যাবরেটরি প্রযুক্তিতে অনার্স সহ ব্যাচেলর অব সায়েন্স (বিএমএলটি)
৪. মেডিক্যাল রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিতে ব্যাচেলর ডিগ্রি (বিএমআরআইটি)
৫. ফিজিয়োথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি (বিপিটি)
৬. ফিজিয়োথেরাপিতে মাস্টার ডিগ্রি (এমপিটি)
৭. মেডিক্যাল ল্যাবরেটরি প্রযুক্তিতে মাস্টার ডিগ্রি (এমএমএলটি)
প্রতিটি কোর্স এমনভাবে তৈরি যাতে শিক্ষার্থীরা বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান চাহিদা পূরণে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে।
আধুনিক কেরিয়ার এবং শিল্পজগতে কাজের সুযোগ:
এই কোর্সগুলির ক্ষেত্রে স্নাতকস্তরের শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় হাসপাতাল, ‘ডায়াগনস্টিক সেন্টার’, ‘রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট’ এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সফলভাবে নিযুক্ত হয়ে কাজ করছেন।
কোর্স অনুযায়ী পেশাগত সুযোগের মধ্যে রয়েছে:
‘অ্যানেস্থেসিয়া এবং ওটি টেকনিশিয়ান’ - সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান, ওটি সুপারভাইজার
‘রেসপিরেটরি এবং কার্ডিয়োভাসকুলার টেকনোলজি’ - কার্ডিয়াক টেকনোলজিস্ট, আইসিইউ টেকনিশিয়ান, পালমোনারি স্পেশালিস্ট
‘ফিজিয়োথেরাপিস্ট’ - ক্লিনিকাল ফিজিয়োথেরাপিস্ট, স্পোর্টস থেরাপিস্ট, রিহ্যাব এক্সপার্ট
‘মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি’ - প্যাথলজি টেকনিশিয়ান, ডায়াগনস্টিক ল্যাব স্পেশালিস্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
‘রেডিয়োলজি এবং ইমাজিং’ - এমআরআই/সিটি টেকনিশিয়ান, ডায়াগনস্টিক রেডিওগ্রাফার, ইমেজিং কনসালটেন্ট
‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’তে কেন পড়বেন?
- এখানকার আধুনিক ল্যাব, ‘সিমুলেশন ফ্যাসিলিটিজ়’ এবং ‘হ্যান্ডস-অন ট্রেনিং’ -এর সুব্যবস্থা।
- শীর্ষস্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক নেটওয়ার্কের সঙ্গে পার্টনারশিপ।
- কেরিয়ার-কেন্দ্রিক শিক্ষা, পরামর্শ ও প্লেসমেন্ট সাপোর্ট।
- জাতীয় স্বাস্থ্য নীতিমালা ও বৈশ্বিক স্ট্যান্ডার্ড অনুযায়ী পাঠ্যক্রম।
টেকনোর ‘অ্যালায়েড হেলথ’ প্রোগ্রামগুলি একাডেমিকভাবে কঠোর এবং একই সঙ্গে সহানুভূতিশীল, আত্মবিশ্বাসী ও দক্ষ স্বাস্থ্যসেবা পেশাদারদের তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫ শিক্ষাবর্ষে ‘অ্যালায়েড হেলথ সায়েন্সস্’ বিভাগে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।
বিশদে জানতে ভিজ়িট করুন: www.technoindiauniversity.ai
ফোন করুন এই নম্বরে: ০৮০৬২৬৪২২২২ / ৬২৯২০৯১৪২
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।