E-Paper

পূর্ব ভারতের উচ্চশিক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করছে এই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানটি

শুধু পূর্ব ভারতেই নয়, বিশ্বজনীন মঞ্চেও রয়েছে ‘টিআইএনটি’-এর ছাপ। তাদের আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিডিআইএআই’, ‘স্প্রিংগার নেচার’-এর ‘স্কোপাস-ইনডেক্সড বই সিরিজ়ের মাধ্যমে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১২:২২
‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’ (TINT) (ছবি: সংগৃহীত)

‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’ (TINT) (ছবি: সংগৃহীত)

বর্তমান শিক্ষা জগতে এক উজ্জ্বল নাম হয়ে উঠেছে ‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’ (TINT)। ২০০৫ সালে ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর অধীনে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রযুক্তি ও ব্যবস্থাপনা শিক্ষার এক গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ২০২৪ সালের র‍্যাঙ্কিং অনুযায়ী, ‘টিআইএনটি’ পূর্ব ভারতের শীর্ষ ১৫টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে অন্যতম।

এখানে ২.৫৭ একর ক্যাম্পাসের মধ্যে রয়েছে আধুনিক পরিকাঠামো, ২৪ ঘণ্টা সিসিটিভি পরিষেবা, ওয়াইফাই সুবিধা ও ডিজিটাল লাইব্রেরি সহ সবকিছুই। ‘টিআইএনটি’তে সুন্দর ও সমৃদ্ধ পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটি দক্ষ ও গবেষণামুখী শিক্ষকদের নেতৃত্বে ‘স্কোপাস-ইনডেক্সড জার্নাল’, ‘পেটেন্ট এবং ‘ডিবিটি ও আইসিএমআর’-এর সহায়তায় বহু সরকারি প্রকল্পে সাফল্য অর্জন করেছে।

শুধু পূর্ব ভারতেই নয়, বিশ্বজনীন মঞ্চেও রয়েছে ‘টিআইএনটি’-এর ছাপ। তাদের আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিডিআইএআই’, ‘স্প্রিংগার নেচার’-এর ‘স্কোপাস-ইনডেক্সড বই সিরিজ়ের মাধ্যমে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। ২০২৪ সালে ৮২ শতাংশ শিক্ষার্থী প্লেসমেন্ট পেয়েছে। তাদের সর্বোচ্চ বার্ষিক প্যাকেজ ৩২ লক্ষ এবং গড় প্যাকেজ ৫ লক্ষ।

‘টিআইএনটি’-এর অন্যতম গর্বের বিষয় হল তাদের উদ্ভাবন ও উদ্যোক্তা-নির্ভর পরিবেশ। ‘এমএসএমই বিজ়নেস ইনকিউবেশন সেন্টার’ ও স্টার্টআপ ইকোসিস্টেমের সমন্বয়ে ‘ন্যাশনাল ইনভেস্টর-স্টার্টআপ সামিট: ইনকিউবস্‌ ২০২৫’ আয়োজন করে তারা বিপুল প্রশংসা অর্জন করেছে। গত পাঁচ বছরে ২২ জন প্রাক্তনী সফলভাবে তাদের নিজেদের স্টার্টআপ গড়ে তুলেছে।

এ ছাড়াও এই প্রতিষ্ঠানে ‘এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট সেল’ ও ‘ইনস্টিটিউশনস্ ইনোভেশন কাউন্সিল’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলা হয়। পাশাপাশি ‘আইইইই’(IEEE), ‘এসিএম’(ACM), ‘আইএসটিই’(IST)-এর মতো ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে সহায়তা করা হয়।

সমাজের সর্ব স্তরের শিক্ষার্থীদের জন্য ‘টিআইএনটি’-এ রয়েছে বিশেষ স্কলারশিপ ও আর্থিক সহায়তা—স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী, ওয়েসিস, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম ইত্যাদি।

‘টিআইএনটি’ সত্যিই আজ শিক্ষার মানে নতুন করে সংজ্ঞায়িত করছে— যেখানে শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, বরং উদ্ভাবন, দক্ষতা ও ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা।

ভর্তির জন্য আগ্রহী থাকলে পাশের লিঙ্কে ক্লিক করুন: https://admission.tint.edu.in/

অথবা ফোন করুন এই নম্বরে: ৯৬৭৪১১২০৭৬ / ২০৭৯

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

TINT Education Estern India Higher education Career

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy