Advertisement
০২ মে ২০২৪

বেসরকারি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে, দাবি সমীক্ষায়

সৌর ও জলবিদ্যুৎ উৎপাদনে বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র। সৌরবিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির লগ্নির বহর বাড়ার পাশাপাশি দ্রুত উৎপাদনও শুরু হচ্ছে। কিন্তু নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলির অগ্রগতি বেশ হতাশাজনক বলেই কেন্দ্রের কাছে পাঠানো সমীক্ষায় ধরা পড়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:০৫
Share: Save:

সৌর ও জলবিদ্যুৎ উৎপাদনে বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র। সৌরবিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির লগ্নির বহর বাড়ার পাশাপাশি দ্রুত উৎপাদনও শুরু হচ্ছে। কিন্তু নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলির অগ্রগতি বেশ হতাশাজনক বলেই কেন্দ্রের কাছে পাঠানো সমীক্ষায় ধরা পড়েছে।

বেসরকারি সংস্থাগুলির উদ্যোগে সারা দেশে মোট ৩৮ হাজার মেগাওয়াটের মতো জলবিদ্যুৎ প্রকল্পে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল। তার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩,২৬০ মেগাওয়াটের মতো প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন শুরু করা গিয়েছে, যা আদৌ আশাপ্রদ নয় বলেই বিদ্যুৎ মন্ত্রকের কর্তারা মনে করছেন।

কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) কেন্দ্রের কাছে ওই সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছে। সিইএ সূত্রের খবর, সারা দেশে মোট ১২০টি জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে মাত্র ২০টি থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৩ মেগাওয়াটের মতো ছোট জলবিদ্যুৎ প্রকল্পও রয়েছে। সিইএ-র তথ্য অনুযায়ী, ১৯টি বেসরকারি সংস্থার প্রস্তাবিত মোট জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাড়ে চার হাজার মেগাওয়াট। সেগুলির নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৫ হাজার মেগাওয়াটের মতো উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২২টি নতুন প্রকল্পের ‘ডিটেল্‌ড প্রজেক্ট রিপোর্ট’-এ অনুমোদন দেওয়া হয়েছে বলেও সিইএ সূত্রে খবর। আরও বেশ কিছু নতুন প্রকল্পের প্রস্তাব ফের সিইএ-র কাছে পেশ করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কর্তারা জানাচ্ছেন, ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া, আইন-শৃঙ্খলা জনিত সমস্যা-সহ কিছু প্রকল্পের ভৌগোলিক অবস্থান, স্থানীয় মানুষের পুনর্বাসনের ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় জলবিদ্যুৎ প্রকল্পগুলির নির্মাণ কাজ ধীরগতিতেই চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hydroelectric project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE