Advertisement
১৩ জানুয়ারি ২০২৫

অক্টোবরের মধ্যেই একলপ্তে নতুন ৮০০ বিমানকর্মী এয়ার ইন্ডিয়ায়

কর্মী এত'টাই কমে গিয়েছে যে বাতিল করতে হচ্ছিল একের পর এক উড়ান। যেগুলি আকাশে পাড়ি দিচ্ছিল ঘড়ির কাঁটা মেনে উড়তে বা পৌঁছতে পারছিল না তাদের অনকেগুলিও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০১:৫৪
Share: Save:

কর্মী এত'টাই কমে গিয়েছে যে বাতিল করতে হচ্ছিল একের পর এক উড়ান। যেগুলি আকাশে পাড়ি দিচ্ছিল ঘড়ির কাঁটা মেনে উড়তে বা পৌঁছতে পারছিল না তাদের অনকেগুলিও। সমস্যা মেটাতে তাই আগামী অক্টোবরের মধ্যেই বাড়তি ৮০০ জন কেবিন ক্রু-র নিয়োগ সম্পূর্ণ করার জন্য কোমর বেঁধেছে এয়ার ইন্ডিয়া (এআই)। রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটির দাবি, নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে, তাতে মাস তিনেকের মধ্যেই যথেষ্ট কর্মী কাজে নেমে পড়তে পারবেন। ফলে অক্টোবরের শেষ শনিবার থেকে যখন শীতকালীন উড়ানের মরসুম শুরু হবে, তখন এয়ার ইন্ডিয়ার যাত্রীদের আর বিমান ছাড়তে দেরি বা উড়ান বাতিলের মতো কারণে দুর্ভোগের শিকার হতে হবে না বলেই মনে করছেন সংস্থা কর্তৃপক্ষ। উল্লেখ্য, শীতকালীন উড়ান প্রতি বছর অক্টোবরের শেষ থেকে শুরু করে মার্চের শেষ পর্যন্ত চলে।

কর্মীর অভাবে বিমান সংস্থাটির সঙ্গিন অবস্থা দেখে এর আগে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী তাদের ৮০০ জন বিমানকর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। এআই সূত্রের দাবি, সংস্থা ইতিমধ্যেই ওই ৮০০ জনকে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। এঁদের মধ্যে ৩১১ জনের একটি দল কাজে যোগও দিয়েছেন। বাকিদের মধ্যে ২৭০ জন এখন বাধ্যতামূলক প্রশিক্ষণ পর্বে সামিল। ১১১ জনের প্রশিক্ষণ শুরু হতে পারে অগস্টের মধ্যে। আর তার পরে বাকিদের। সূত্রটি জানিয়েছে, সে ক্ষেত্রে এআই কর্তৃপক্ষের আশা, গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করে সকলেই অক্টোবরের মধ্যে কাজে যোগ দিতে পারবেন। ফলে তখন বিমানের ভেতরের বিভিন্ন যাত্রী পরিষেবা উন্নত হওয়ার পাশাপাশি সময়ে উড়ান ছাড়ার দায়িত্বও যথাযথ ভাবে পালন করা যাবে বলে ধারণা তাঁদের।

অন্য বিষয়গুলি:

air india cabin crew 800 staff air india employment air india staffs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy