Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Airtel

জিও-র সঙ্গে টেক্কা দিতে এয়ারটেলের জোড়া ধামাকা প্ল্যান

রিল্যায়েন্স জিও-র ১৪৯ টাকার প্ল্যানের সঙ্গে পাল্লা দিতে এয়ারটেল তার গ্রাহকদের জন্য নিয়ে এল নতুন ১৯৯ টাকার ট্যারিফ প্ল্যান। আসুন জেনে নেওয়া যাক কী কী সুবিধা মিলবে এই প্ল্যানের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১৩:১৫
Share: Save:
০১ ০৬
১৯৯ টাকায় ২৮ দিনের জন্য যত খুশি লোকাল ও এসটিডি কল করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা।

১৯৯ টাকায় ২৮ দিনের জন্য যত খুশি লোকাল ও এসটিডি কল করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা।

০২ ০৬
এই প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা পাবেন ১ জিবি ৪জি/৩জি/২জি ডেটা।

এই প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা পাবেন ১ জিবি ৪জি/৩জি/২জি ডেটা।

০৩ ০৬
এয়ারটেলের নতুন গ্রাহকরা প্রথম বা দ্বিতীয় রিচার্জ থেকে ১৭৮ টাকায় ওই সুবিধা পাবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এয়ারটেলের নতুন গ্রাহকরা প্রথম বা দ্বিতীয় রিচার্জ থেকে ১৭৮ টাকায় ওই সুবিধা পাবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

০৪ ০৬
এয়ারটেলের এই প্ল্যানে ‘আনলিমিটেড ভয়েস কলিং’ বলা হলেও প্রতি দিন ৩০০ মিনিট এবং প্রতি সপ্তাহে ১২০০ মিনিট কল করা যাবে।

এয়ারটেলের এই প্ল্যানে ‘আনলিমিটেড ভয়েস কলিং’ বলা হলেও প্রতি দিন ৩০০ মিনিট এবং প্রতি সপ্তাহে ১২০০ মিনিট কল করা যাবে।

০৫ ০৬
এয়ারটেল ১৯৯ টাকার ট্যারিফ প্ল্যানের সঙ্গেই তাদের ৩৯৯ টাকারও একটি আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছে।

এয়ারটেল ১৯৯ টাকার ট্যারিফ প্ল্যানের সঙ্গেই তাদের ৩৯৯ টাকারও একটি আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছে।

০৬ ০৬
এয়ারটেলের ৩৯৯ টাকার ট্যারিফ প্ল্যানে মিলবে ‘আনলিমিটেড ভয়েস কলিং’ এবং প্রতি দিন ১ জিবি ৪জি/৩জি/২জি ডেটা ৮৪ দিনের জন্য।

এয়ারটেলের ৩৯৯ টাকার ট্যারিফ প্ল্যানে মিলবে ‘আনলিমিটেড ভয়েস কলিং’ এবং প্রতি দিন ১ জিবি ৪জি/৩জি/২জি ডেটা ৮৪ দিনের জন্য।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE