সম্প্রতি ভোডাফোন আইডিয়ার (ভি) ঘুরে দাঁড়ানো নিয়ে আশার কথা শোনা গিয়েছিল। সূত্রের খবর ছিল, সংস্থার আর্জি মেনে সরকার আর্থিক সাহায্য দিয়ে বাঁচাবে তাদের। কিন্তু বৃহস্পতিবার ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’-র সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বার্তা, ভি-তে সরকারের অংশীদারি বৃদ্ধির পরিকল্পনা নেই। একবার কিছুটা বকেয়া মকুব করে সংস্থার প্রায় ৪৯% হাতে নিয়েছে কেন্দ্র। কিন্তু তা আরও বাড়িয়ে ভোডাফোন আইডিয়াকেও বিএসএনএলের মতো সরকারি সংস্থায় রূপান্তরিত করতে চান না তাঁরা।
ভি দাবি করেছিল, সরকার পাশে না দাঁড়ালে তারা দেউলিয়া হয়ে যাবে। ফলে চিন্তায় পড়েন সংস্থার গ্রাহকেরা। সম্প্রতি সাহায্যের ইঙ্গিতে তাই মনে স্বস্তি ফিরছিল তাঁদের। সূত্রের খবর ছিল, আন্তর্জাতিক জটিলতার মধ্যে দাঁড়িয়ে ব্রিটেনের মন পেতেই ভি-র হাত ধরবে কেন্দ্র। কারণ, ভারত এবং ব্রিটেনের দুই সংস্থার যৌথ উদ্যোগ এটি। ভি-র বকেয়ার একাংশ, জরিমানা এবং তার উপরের সুদ মকুব করে ভারত সফরে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারকে বন্ধুত্বের বার্তা দেওয়া হবে। এতে উৎসাহিত হন গ্রাহক। আশায় বুক বাঁধেন লগ্নিকারীরা। সাত দিনে ভি-র শেয়ার দর ৮.১৩ টাকা থেকে বেড়ে হয় ৯.০৫ টাকা। তবে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে স্টার্মারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিনেই সিন্ধিয়ার ভি নিয়ে মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন একাংশ।
সুপ্রিম কোর্টে আরও ৯৪৫০ কোটি টাকা বকেয়া মকুবের যে আবেদন করেছে ভি, আগামী ১৩ অক্টোবর তার শুনানি। সংশ্লিষ্ট মহলের মতে, সরকার হয়তো আদালতের পর্যবেক্ষণের পরে এগোনোর পথ নিয়ে সিদ্ধান্ত নেবে। নিজেরা আর অংশীদারি কিনবে না, শুধু এই বার্তা দেওয়া হল এখন। কারণ, বর্তমান পরিস্থিতিতে ভি নিয়ে কোনও নেতিবাচক সিদ্ধান্ত যাতে ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যাতে প্রভাব না ফেলে, সে দিকে কেন্দ্রের নজর রয়েছে। তা ছাড়া, দেশে প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতে তিনটি বেসরকারি টেলিকম সংস্থা রাখারও পক্ষপাতী তারা।
সংস্থার বোঝা
ভি-এর মোট বকেয়া (গত মার্চ) ২.৪ লক্ষ কোটি।
এর মধ্যে স্পেকট্রাম ব্যবহারের খরচ-সহ এজিআর বকেয়া, জরিমানা ও সুদ মিলিয়ে কেন্দ্র পায় ১.৯৯ লক্ষ কোটি টাকা।
কেন্দ্র ৩৭ হাজার কোটি টাকা মকুব করে সংস্থার ৪৯% অংশীদারি নিয়েছে। আরও ৯৪৫০ কোটি মকুবের আর্জি সংস্থার।
ব্যাঙ্কে ঋণ এবং আরও নানা খাতে বকেয়া প্রায় ৪০০০ কোটি টাকা।
ভি জানিয়েছিল, সরকার বকেয়ার সিংহভাগ মকুব না করলে দেউলিয়া হবে সংস্থা। আতান্তরে ২০.৩ কোটির বেশি গ্রাহক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)