আমেরিকার শুল্ক ভারতের অর্থনীতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিলেও, সম্প্রতি এ দেশের মূল্যায়ন বাড়িয়েছিল এসঅ্যান্ডপি। মূল্যায়ন কমে যাওয়ার আশঙ্কার মধ্যে দাঁড়িয়ে উনিশ বছর পরে আচমকা তার এক ধাপ বৃদ্ধি (BBB) চমকে দিয়েছিল দেশকে। এ বার অর্থনীতি সম্পর্কে সদর্থক বার্তা দিয়ে মূল্যায়ন অপরিবর্তিত (BBB-) রাখল মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংস। ‘BBB-’ অবশ্য কোনও দেশের লগ্নিযোগ্যতা এবং ঋণ শোধের ক্ষমতার শেষ ধাপ। তবে সংশ্লিষ্ট মহলের মতে, শুল্কের আঘাতে তা কমার আশঙ্কা ওড়ানোর ইঙ্গিতই এখানে সদর্থক। তার উপর ভবিষ্যতে আর্থিক বৃদ্ধির হারে গতি আসার সম্ভাবনায় অর্থনীতির দৃষ্টিভঙ্গিও ‘স্থিতিশীল’ রেখেছে তারা। যদিও সতর্ক করেছে বেশি রাজকোষ ঘাটতি, মাথাপিছু কম অভ্যন্তরীণ উৎপাদন এবং বেশি সরকারি ঋণ নিয়ে।
ফিচের মতে, ভারতের আর্থিক বৃদ্ধি শ্লথ হলেও ভিত পোক্ত। আমেরিকার ৫০% শুল্কও এ বছর তাকে পূর্বাভাসের (৬.৫%) থেকে তেমন নামাবে না। শক্তি জোগাবে মজবুত বৈদেশিক মুদ্রা ভান্ডার এবং দেশীয় চাহিদা। জ্বালানি ঢালবে সরকারি-বেসরকারি লগ্নি। জিএসটি কমলে বিক্রি বাড়বে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)