Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Business news

অ্যাথার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড প্রযুক্তিসম্পন্ন এই ই-স্কুটার, দাম…

ভারতে ই-স্কুটারের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই দুর্দান্ত ফিচারযুক্ত ই-স্কুটার নিয়ে এল বেঙ্গালুরুর অটোমোবাইল সংস্থা ‘অ্যাথার এনার্জি’। কী রয়েছে এই ই-স্কুটারে জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ১৭:১৬
Share: Save:
০১ ১০
ভারতে ই-স্কুটারের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই দুর্দান্ত ফিচারযুক্ত ই-স্কুটার নিয়ে এল বেঙ্গালুরুর অটোমোবাইল সংস্থা ‘অ্যাথার এনার্জি’। কী রয়েছে এই ই-স্কুটারে জেনে নিন।

ভারতে ই-স্কুটারের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই দুর্দান্ত ফিচারযুক্ত ই-স্কুটার নিয়ে এল বেঙ্গালুরুর অটোমোবাইল সংস্থা ‘অ্যাথার এনার্জি’। কী রয়েছে এই ই-স্কুটারে জেনে নিন।

০২ ১০
অ্যাথার-এর নতুন এইমডেলটির নাম অ্যাথার এস৩৪০। এ বছরেই মডেলটি লঞ্চ করেছে সংস্থাটি।

অ্যাথার-এর নতুন এইমডেলটির নাম অ্যাথার এস৩৪০। এ বছরেই মডেলটি লঞ্চ করেছে সংস্থাটি।

০৩ ১০
স্কুটারটির অন-রোড (বেঙ্গালুরু) দাম ১ লক্ষ ৯ হাজার ৭৫০ টাকা।

স্কুটারটির অন-রোড (বেঙ্গালুরু) দাম ১ লক্ষ ৯ হাজার ৭৫০ টাকা।

০৪ ১০
স্কুটারে চার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। যা এক বার পূর্ণ চার্জ করলে ৭৫ কিলোমিটার দূরত্ব যেতে পারবে। সংস্থার দাবি, ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে এই ব্যাটারি।

স্কুটারে চার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। যা এক বার পূর্ণ চার্জ করলে ৭৫ কিলোমিটার দূরত্ব যেতে পারবে। সংস্থার দাবি, ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে এই ব্যাটারি।

০৫ ১০
এস৩৪০-র সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।

এস৩৪০-র সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।

০৬ ১০
অ্যাথার-এর দাবি, ৩.৯ সেকেন্ডে স্কুটারের গতি ০-৪০ কিলোমিটারে পৌঁছে যায়।

অ্যাথার-এর দাবি, ৩.৯ সেকেন্ডে স্কুটারের গতি ০-৪০ কিলোমিটারে পৌঁছে যায়।

০৭ ১০
অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই স্কুটারে রয়েছে অ্যান্ড্রয়েড পরিচালিত ৭ ইঞ্চি ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন। যা পুরোপুরি ওয়াটার ও ডাস্ট প্রুফ।

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই স্কুটারে রয়েছে অ্যান্ড্রয়েড পরিচালিত ৭ ইঞ্চি ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন। যা পুরোপুরি ওয়াটার ও ডাস্ট প্রুফ।

০৮ ১০
স্কুটারের ইনফোটেনমেন্ট সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি আপলোড করা যাবে।

স্কুটারের ইনফোটেনমেন্ট সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি আপলোড করা যাবে।

০৯ ১০
রিমোট ডায়াগনস্টিকস, স্যাটেলাইট নেভিগেশনের পাশাপাশি সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন রয়েছে।

রিমোট ডায়াগনস্টিকস, স্যাটেলাইট নেভিগেশনের পাশাপাশি সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন রয়েছে।

১০ ১০
এ ছাড়াও এই স্কুটারে রয়েছে পার্কিং অ্যাসিস্ট সিস্টেম, ওয়াটার প্রুফ চার্জার, মাল্টিপল রাইডিং মোড এবং রিভার্স গিয়ারের-এর মতো আকর্ষণীয় ফিচার।

এ ছাড়াও এই স্কুটারে রয়েছে পার্কিং অ্যাসিস্ট সিস্টেম, ওয়াটার প্রুফ চার্জার, মাল্টিপল রাইডিং মোড এবং রিভার্স গিয়ারের-এর মতো আকর্ষণীয় ফিচার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE