চিন বিরল খনিজ মৌল বা ‘রেয়ার আর্থ এলিমেন্টস’ রফতানিতে বিধিনিষেধ জারি করায় এ দেশের গাড়ি শিল্প চিন্তায় পড়েছে। এই পরিস্থিতিতে মোদী সরকার চিনের থেকে বিরল খনিজ মৌলের জোগান নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালাচ্ছে বলে বাণিজ্যসচিব সুনীল বার্থওয়াল জানালেন। তাঁর যুক্তি, “চিন ভারতকে বিপাকে ফেলতে এই পদক্ষেপ করেনি। আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে।” চিনের থেকে আমদানি করা বিরল খনিজ মৌল থেকে যে চুম্বক তৈরি হয়, তা ব্যাটারি চালিত গাড়ি বা ইলেকট্রিক ভেহিকল তৈরির কাজে লাগে। বণিজ্যসচিব জানান, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ নির্মাতাদের সংগঠনগুলিকে চিনের সঙ্গে দৌত্যের ক্ষেত্রে সরকার সাহায্য করছে। সক্রিয় হয়েছে বিদেশ মন্ত্রকও।
বাণিজ্য মন্ত্রক সূত্র আজ জানিয়েছে, ৯ জুলাই পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া শুল্ক স্থগিত রেখেছেন। তার আগে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রাথমিক পর্ব চূড়ান্ত করে ফেলারও চেষ্টা চলছে। তবে তার জন্য দু’দেশকেই শুল্ক কমাতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)