বছর দুয়েক আগে ভারতে ১০,০০০ কোটি ডলার (প্রায় ৭৫ হাজার কোটি টাকা) বিনিয়োগের কথা জানিয়েছিল গুগ্ল। সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছিলেন, ৫ থেকে ৭ বছরে ওই টাকা এ দেশের ডিজিটাল পরিষেবায় ঢালবেন তাঁরা। সেই লক্ষ্য পূরণে আমেরিকার ইন্টারনেট সংস্থাটি রিলায়্যান্স জিয়োর পরে ভারতীয় টেলিকম ক্ষেত্রে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী এয়ারটেলেকেও সঙ্গী করল।
এ দিনের ঘোষণা অনুযায়ী, এয়ারটেলে পাঁচ বছর ধরে ১০০ কোটি ডলার (প্রায় ৭৪৫০ কোটি টাকা) লগ্নি করবে গুগ্ল। ৭০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৫২১৫ কোটি টাকা ঢালবে সংস্থার ১.২৮% অংশীদারি হাতে নিতে। প্রতিটি শেয়ার ৭৩৪ টাকা দিয়ে কিনবে। বাকি ৩০ কোটি ডলার বা প্রায় ২২৩৫ কোটি টাকা দিয়ে এয়ারটেলকে ক্রেতাদের জন্য নানা রকম সস্তার প্রকল্প আনা, পরিষেবা সম্প্রসারণ, ৫জি (ভারতীয় ডোমেন তৈরি) চালুর পুঁজি জোগাবে। এ ছাড়া সম্ভাবনাময় বাণিজ্যিক চুক্তির জন্য ক্লাউড বা পেমেন্ট পরিষেবার মতো আধুনিক প্রযুক্তির আরও নানা ক্ষেত্র চিহ্নিত হতে পারে। ইতিমধ্যেই মুকেশ অম্বানীর জিয়োয় ৩৩,৭৩৭ কোটি টাকা দিয়ে ৭.৭% অংশীদারি কিনেছে গুগ্ল। তাদের জোট দেশে সস্তার স্মার্ট ফোন এনেছে। এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করছে।