এ বার দেশের ডিজিটাল আর্থিক পরিষেবা জগতে পা রাখতে চলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। বেসরকারি টেলিকম এবং আর্থিক প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সঙ্গে পাল্লা দিতে এ বার নিজেদের ডিজিটাল লেনদেন অ্যাপ আনছে তারা। সংস্থা সূত্রের খবর, ভিম ইউপিআই প্রযুক্তি ভিত্তিক অ্যাপের নাম হবে ‘বিএসএনএল পে’। এর মাধ্যমে বিল মেটানো, টাকা পাঠানো, রিচার্জ ইত্যাদি পরিষেবার সুযোগ মিলবে। সংস্থা সূত্রের দাবি, বিএসএনএল সেল্ফ কেয়ার অ্যাপের মধ্যেই বিএসএনএল পে অ্যাপের সুবিধাও পাওয়া যাবে। নির্দিষ্ট দিন জানানো না হলেও, খুব শীঘ্রই তা বাজারে আসবে বলে খবর।
টেলি নিয়ন্ত্রক ট্রাইয়ের তথ্য বলছে, এক বছরে প্রায় ৭৫ লক্ষ নতুন গ্রাহক যোগ করেছে বিএসএনএল। ওয়াকিবহাল মহলের মতে, এই অবস্থায় গত দু’টি ত্রৈমাসিকে মুনাফার মুখ দেখা এবং দেশজুড়ে ৪জি ও ৫জি পরিষেবা চালুর মাধ্যমে হারানো বাজার ফিরে পেতে মরিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। ব্যবসা ও মুনাফা বাড়াতে এ বার তারা বিবিধ নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে। তার অন্যতম এই অ্যাপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)