Advertisement
০৩ মে ২০২৪

প্রতারণা মামলা দায়ের মাল্যের বিরুদ্ধে

বিজয় মাল্য গা বাঁচিয়ে লন্ডনে বসে থাকার চেষ্টা করলেও তাঁর উপর ভারতের তদন্তকারী সংস্থাগুলির চাপ বেড়েই চলেছে।কিংগ্‌ফিশার কর্তার বিরুদ্ধে এ বার নতুন একটি মামলা দায়ের করল সিবিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ০২:২৩
Share: Save:

বিজয় মাল্য গা বাঁচিয়ে লন্ডনে বসে থাকার চেষ্টা করলেও তাঁর উপর ভারতের তদন্তকারী সংস্থাগুলির চাপ বেড়েই চলেছে।

কিংগ্‌ফিশার কর্তার বিরুদ্ধে এ বার নতুন একটি মামলা দায়ের করল সিবিআই। যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কনসোর্টিয়ামের কাছ থেকে নেওয়া ঋণ শোধ না-করে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে।

সিবিআই মুখপাত্র আর কে গৌড় জানান, ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে নেওয়া ওই ধার শোধ না করার দরুন ব্যাঙ্কগুলির ৬,০২৭ কোটি ক্ষতি হওয়ার অভিযোগটি কনসোর্টিয়ামের তরফে জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক। তার পরেই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণা সংক্রান্ত ধারায় নতুন মামলা দায়ের করা হয়েছে মাল্যের বিরুদ্ধে।

এফআইআরে বলা হয়েছে, কিংগ‌্‌ফিশার ২০০৯-’১০ সালে চুক্তিমতো ব্যাঙ্কগুলিকে ঋণ তো শোধ দেয়ইনি, উপরন্তু কনসোর্টিয়ামভুক্ত ব্যাঙ্কগুলিতে নিয়মিত লেনদেনই বন্ধ করে দিয়েছিল। ওই ধারই পরিণত হয়েছে ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদে। সিবিআই জানিয়েছে, শুধু মাল্য নন, এফআইআরে নাম রয়েছে কিংগ্‌ফিশার এয়ার ও ঋণের গ্যারান্টর ইউনাইটেড ব্রুয়ারিজেরও।

উল্লেখ্য, আইডিবিআই ব্যাঙ্ক-কে কিংগ‌্‌ফিশার করা ধার শোধ না-করাতেও এর আগে একটি মামলা দায়ের করেছে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay mallya FIR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE