Advertisement
১৯ মে ২০২৪
স্বীকৃতি মিলবে দক্ষতারও

কয়লা ব্যবহারে বাড়তি স্বাধীনতা বিদ্যুৎ কেন্দ্রকে

কয়লা ব্যবহারে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে আরও বেশি স্বাধীনতা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে বিদ্যুৎ কেন্দ্রগুলি নিকটবর্তী যে-কোনও খনি থেকে কয়লা নিতে পারবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০২:৪৬
Share: Save:

কয়লা ব্যবহারে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে আরও বেশি স্বাধীনতা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে বিদ্যুৎ কেন্দ্রগুলি নিকটবর্তী যে-কোনও খনি থেকে কয়লা নিতে পারবে। আর, তার ফলে কয়লা আনার খরচ যেমন অনেকটা কমবে, বাঁচবে বিদ্যুৎ উৎপাদনের খরচও।

সাবেক ব্যবস্থায় কয়লা মন্ত্রকের ঠিক করে দেওয়া কোনও একটি খনি থেকে নির্দিষ্ট একটি বিদ্যুৎ কেন্দ্রেই কয়লার জোগান দেওয়া হত। খনি বিদ্যুৎ কেন্দ্র থেকে অনেক দূরে হলেও, সেখান থেকেই কয়লা নিতে বাধ্য থাকত সংস্থা। ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলির খরচ পড়ত অনেকটাই বেশি। এ বার কাছের খনি থেকেই কয়লা নেওয়া যাবে। শুধু তা-ই নয়, যে বিদ্যুৎ কেন্দ্রগুলি বেশি দক্ষ এবং পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কয়লা পাওয়ার ক্ষেত্রে তাদের অনেকটাই প্রাধান্য দেওয়া হবে।

কয়লা মন্ত্রকের এক কর্তার ব্যাখ্যায়, বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য আলাদা আলাদা নির্দিষ্ট খনি থেকে কয়লা দেওয়ার ব্যবস্থা তুলে দিয়ে ‘এক জানলা’ ব্যবস্থা চালু করা হচ্ছে। উদাহরণ হিসেবে ওই কর্তা বলেন, ‘‘এনটিপিসি-র বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিভিন্ন খনির সঙ্গে কয়লা পাওয়ার চুক্তি রয়েছে। এখন থেকে সেই চুক্তিগুলিকেও একটি চুক্তি হিসেবে ধরা হবে। ফলে এনটিপিসি-র যে-কোনও বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে-কোনও খনি থেকেই কয়লা দেওয়া যাবে।

সম্প্রতি এই নতুন ব্যবস্থায় কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী পীযূষ গয়ালও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নতুন নীতির ফলে বিদ্যুতের দাম ইউনিট পিছু ৪০-৫০ পয়সা কমবে। আর তাতে উপকৃত হবেন গ্রাহক। সব বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে বছরে ২৫ হাজার কোটি টাকা বাঁচবে বলে মন্ত্রীর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal power plant Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE