Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Online transaction

অতিমারিতে কৌশল বদলাচ্ছেন ক্রেতা, বিক্রেতাও 

ক্রেতারা নিজেরাও বাজারে যাওয়া কমিয়ে ফোনে বা অনলাইন পোর্টালের মাধ্যমে পণ্য কেনা বাড়িয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ০৫:০৪
Share: Save:

অতিমারির শুরুতে দেশবাসীকে ঘরবন্দি করেছিল লকডাউন। তা পর্যায়ক্রমে শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন ঠিকই, তবে আগের মতো স্বতঃস্ফূর্ত ভাবে নয়। এই প্রেক্ষিতে বণিকসভা ফিকি এবং উপদেষ্টা সংস্থা ডেলয়েট ইন্ডিয়া এক সমীক্ষায় জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে কেনাকাটার কৌশলই বদলে ফেলেছেন ক্রেতা। বাজারহাট করছেন একাধিক পদ্ধতিতে। সেই অনুযায়ী বিপণন কৌশল বদলাতে হচ্ছে বাণিজ্যিক সংস্থাগুলিকেও।

করোনাকালে সাধারণ মানুষদের একটা উল্লেখযোগ্য অংশ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়েছেন। বদলেছেন সমাজে চলাফেরার ধরনও। রিপোর্টে বলা হয়েছে, এর ফলে নয়া কৌশলের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির সুযোগও বেড়েছে সংস্থাগুলির। যারা দোকান থেকে পণ্য বিক্রির পাশাপাশি ফোনে বা অনলাইনে অর্ডার নিয়েও পণ্য পৌঁছে দিতে পারছে, তারা বাকিদের থেকে এগিয়ে থাকছে কয়েক ধাপ। কারণ, ক্রেতারা নিজেরাও বাজারে যাওয়া কমিয়ে ফোনে বা অনলাইন পোর্টালের মাধ্যমে পণ্য কেনা বাড়িয়েছেন। রিপোর্টে আরও জানানো হয়েছে, গত ছ’মাস মাসে স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত পণ্যের বিক্রি বেড়েছে। ফলে বেড়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলির ব্যবসা। আবার পরিযায়ী শ্রমিকেরা গ্রামে ফেরায় সেখানকার বাজারেও চাহিদা বেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Online transaction E commerce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE