Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ক্যানসার রোধে ভারতের ওষুধে শুল্ক কমাবে চিন

চিনে বছরে ৪৩ লক্ষ মানুষের ক্যানসার ধরা পড়ে। ‘ডাইং টু সার্ভাইভ’ নামে একটি চলচ্চিত্র চিনে বহু মানুষের মন টেনেছে।

ক্যানসারের ওষুধের উপরে আমদানি শুল্ক কমাবে বলে জানাল চিন। প্রতীকী ছবি।

ক্যানসারের ওষুধের উপরে আমদানি শুল্ক কমাবে বলে জানাল চিন। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০২:৫৮
Share: Save:

পশ্চিমি দেশগুলির চেয়ে ঢের সস্তা। তাই ভারতের তৈরি ক্যানসারের ওষুধের খুব চাহিদা চিনে। কিন্তু এ দেশে সেই ওষুধ বিক্রির অনুমতিই নেই ভারতের সংস্থাগুলির। এই পরিস্থিতিতে ক্যানসারের ওষুধের উপরে আমদানি শুল্ক কমাবে বলে জানালেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং। এ বিষয়ে দু’দেশের মধ্যে সমঝোতাও হয়েছে বলে তিনি জানিয়েছেন।

চিনে বছরে ৪৩ লক্ষ মানুষের ক্যানসার ধরা পড়ে। ‘ডাইং টু সার্ভাইভ’ নামে একটি চলচ্চিত্র চিনে বহু মানুষের মন টেনেছে। ছবিটির বক্তব্য, শুল্কের বেড়া থেকে মুক্ত হোক ক্যানসারের ওষুধ। হুয়া আজ এই ছবিটির কথাও উল্লেখ করেন।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বৈঠকের পরই ভারত থেকে চাল, চিনি ও ওষুধ কেনা নিয়ে আলোচনা গতি পেয়েছে। গত মে মাসে ক্যানসারের ওষুধে শুল্ক তুলে দেওয়ার কথাও ঘোষণা করেছিল বেজিং। কিন্তু ভারতের ওষুধ সংস্থাগুলি তাতে উৎসাহিত হওয়ার কারণ দেখতে পাননি। কারণ, চিনের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র না পেলে ভারতের কোনও সংস্থা চিনে ওষুধ বিক্রি করতে পারবে না। এ বার কি সেই রাস্তা খুলবে? সেই দিকে নজর ভারতীয় সংস্থাগুলির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cancer Medicine Import Duty China India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE