Advertisement
০৭ মে ২০২৪

নিজেদের শেয়ার বাজার থেকে কিনে নেবে কোল ইন্ডিয়া

শেয়ার- হোল্ডারদের থেকে নিজেদের শেয়ারের একটা অংশ কিনে নেবে কোল ইন্ডিয়া। এই সিদ্ধান্ত সংস্থার পরিচালন পর্ষদের। ইতিমধ্যেই এ কথা শেয়ার বাজারে জানিয়েও দিয়েছে তারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০৩:১৪
Share: Save:

শেয়ার- হোল্ডারদের থেকে নিজেদের শেয়ারের একটা অংশ কিনে নেবে কোল ইন্ডিয়া। এই সিদ্ধান্ত সংস্থার পরিচালন পর্ষদের। ইতিমধ্যেই এ কথা শেয়ার বাজারে জানিয়েও দিয়েছে তারা।

বাজার থেকে সর্বোচ্চ ১০.৮৯ কোটি শেয়ার কিনবে কোল ইন্ডিয়া। প্রতিটি শেয়ারে ৩৩৫ টাকা দাম দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থা কর্তৃপক্ষ। মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময় সংস্থার শেয়ার দর ছিল ৩১৭.০৫ টাকা। নিজেরই শেয়ার কিনে নেওয়ার জন্য কোল ইন্ডিয়ার খরচ হবে ৩,৬৫০ কোটি টাকা। বিশেষজ্ঞদের ধারণা, মূলত কেন্দ্রের হাতে থাকা শেয়ারের একাংশ কিনে নিতেই এই উদ্যোগ।

উল্লেখ্য, কেন্দ্রের হাতে এই মুহূর্তে কোল ইন্ডিয়ার ৮৯.৬৫% শেয়ার আছে। ০.৩৫% সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস-এর হাতে। বাকি ১০% সাধারণ লগ্নিকারীদের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal India Board Share
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE