Advertisement
০৮ মে ২০২৪

সিইএসসি-র চন্দ্রপুর কেন্দ্রে কয়লা সরবরাহ চালু কোল ইন্ডিয়ার

সব জটিলতায় দাঁড়ি। অবশেষে সিইএসসি-র চন্দ্রপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা জোগাতে শুরু করল কোল ইন্ডিয়া। মার্চ থেকে সাউথ ইস্টার্ন কোলফিল্ড ওই কেন্দ্রে কয়লা পাঠাচ্ছে বলে শুক্রবার জানালেন সিইএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা।

সিইএসসি কর্ণধার (ডান দিকে) সঞ্জীব গোয়েন্‌কার সঙ্গে এমডি অনিরুদ্ধ বসু।

সিইএসসি কর্ণধার (ডান দিকে) সঞ্জীব গোয়েন্‌কার সঙ্গে এমডি অনিরুদ্ধ বসু।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৩:১০
Share: Save:

সব জটিলতায় দাঁড়ি। অবশেষে সিইএসসি-র চন্দ্রপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা জোগাতে শুরু করল কোল ইন্ডিয়া। মার্চ থেকে সাউথ ইস্টার্ন কোলফিল্ড ওই কেন্দ্রে কয়লা পাঠাচ্ছে বলে শুক্রবার জানালেন সিইএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা।

এ দিন ছিল সংস্থার বার্ষিক সাধারণ সভা। গোয়েন্কা জানান, সম্প্রতি কোল ইন্ডিয়ার সঙ্গে চন্দ্রপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি চুক্তিতে সায় দিয়েছে কেন্দ্র। তাঁদের যে সহযোগী সংস্থা ধারিয়াল ইনফ্রাস্ট্রাকচার চন্দ্রপুর কেন্দ্রটি চালাচ্ছে, তাদের সঙ্গে কোল ইন্ডিয়ার চুক্তি নিয়ে আর কোনও আপত্তি নেই সরকারের। ফলে দীর্ঘদিন ধরে চলা সমস্যা মিটেছে। বিশেষ একটি আইনি জটিলতার কারণেই এত দিন চুক্তিতে সায় ছিল না কেন্দ্রের।

চন্দ্রপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এখন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনে তামিলনাড়ু বণ্টন সংস্থা। সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডা পাওয়ার কোম্পানি সেখান থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বলে চুক্তি করেছে। আরও ১৫০ মেগাওয়াট অন্য একটি সংস্থা কিনবে বলে শুরু হয়েছে আলোচনা। সেটা হলে চন্দ্রপুরের দু’টি ইউনিটের ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৪২০ মেগাওয়াটই বিক্রির ব্যবস্থা হয়ে যাবে। ফলে কেন্দ্রটি লাভ করতে শুরু করবে বলে দাবি গোয়েন্কার।

এ দিকে, অনলাইনে বুক করলে এ বার থেকে ক্রেতা ঘরে বসেই স্পেনসার্স-এর মুদিখানা-সামগ্রী পাবেন বলেও জানিয়েছেন গোয়েন্‌কা। তাঁর দাবি, কলকাতার ক্রেতারাই প্রথম সুযোগ পাবেন। পুজোর আগেই পরিষেবা চালু হবে। স্পেনসার্সের বিপণিতে গিয়ে জিনিস কিনে আবেদন করলেও ঘরে পণ্য পৌঁছে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CESC chandrapur plant coal india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE