নয়া আইনের জালে বিজয় মাল্য। এ বার ‘আর্থিক দুর্নীতিতে ফেরার আইন, ২০১৮’-য় মাল্যকে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের একটি আদালত। মাল্যই প্রথম কোনও শিল্পপতি, যিনি এই নয়া আইনে অপরাধী সাব্যস্ত হলেন।
নয়া আইন অনুযায়ী আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ফেরার' হলেন সেই ব্যক্তি, যাঁর নামে আর্থিক কারচুপির দায়ে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং যিনি দেশ ছেড়ে পালিয়েছেন অথবা দেশে ফিরতে আগ্রহী নন। নয়া আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে ‘আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ফেরার’ হিসেবে ঘোষণা করা হলে তদন্তকারী সংস্থা তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। তবে সে ক্ষেত্রে অভিযুক্তকে ১০০ কোটি বা তার বেশি পরিমাণে টাকার দুর্নীতিতে জড়িত থাকতে হবে। অর্থাৎ, এ বার মাল্যর যাবতীয় সম্পত্তি সিজ করতে ইডির কাছে আর কোনও বাধা রইল না।
কিংফিশার এয়ারলাইন্সের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৯ হাজার কোটি টাকার দেনা শোধ না-করে ব্রিটেনে পালিয়ে যান শিল্পপতি বিজয় মাল্য। ২০১৬-র ২ মার্চ লন্ডনে চলে যাওয়ার পরে আর দেশে ফেরেননি তিনি। এর পরই তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের দায়ে এক যোগে মামলা করে দেশের বিভিন্ন ব্যাঙ্ক। পাশাপাশি গত বছরই তাঁকে দেশে ফেরাতে ব্রিটেনের কাছে আবেদন জানায় ভারত।
আরও পড়ুন: আমেরিকার উন্নয়নে কাজ করুন, বিদেশি পড়ুয়াদের বার্তা ট্রাম্পের
(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)