Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Foreign Students

আমেরিকার উন্নয়নে কাজ করুন, বিদেশি পড়ুয়াদের বার্তা ট্রাম্পের

দু’দিন আগেই বিদেশিদের আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘যোগ্যরা আসুন’। সে দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল, এ দেশের সংস্থাগুলোকে যাঁরা সমৃদ্ধ করতে পারবেন, সেই সব ‘প্রতিভাবান’ এবং ‘যোগ্যতাসম্পন্ন’ ব্যক্তিরাই আমেরিকায় ঢুকতে পারবেন।

প্রতিভাবানরা পাঠ শেষ করে দেশে ফিরে যাচ্ছেন, ফলে অনেক প্রতিভাকে হারাচ্ছে আমেরিকা, মন্তব্য ট্রাম্পের। ফাইল চিত্র।

প্রতিভাবানরা পাঠ শেষ করে দেশে ফিরে যাচ্ছেন, ফলে অনেক প্রতিভাকে হারাচ্ছে আমেরিকা, মন্তব্য ট্রাম্পের। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১৮:৫৪
Share: Save:

দু’দিন আগেই বিদেশিদের আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘যোগ্যরা আসুন’। সে দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল, এ দেশের সংস্থাগুলোকে যাঁরা সমৃদ্ধ করতে পারবেন, সেই সব ‘প্রতিভাবান’ এবং ‘যোগ্যতাসম্পন্ন’ ব্যক্তিরাই আমেরিকায় ঢুকতে পারবেন।

এ বার মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানালেন, বিদেশ থেকে মার্কিনি কলেজে ভর্তি হওয়া পড়ুয়ারা শিক্ষার পাঠ চুকিয়েই যেন তাঁদের দেশে ফিরে না যান। তাঁদের প্রতি প্রেসেডেন্টের বার্তা, ‘‘এ দেশে থাকুন। আমেরিকার উন্নয়নের জন্য কাজ করুন।’’

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু প়ডুয়া প্রতি বছরই আমেরিকায় পড়তে আসেন। বিভিন্ন নামী কলেজে ভর্তি হন। কলেজ পাশ করার পর নিজেদের দেশে ফিরেও যান অনেকে। গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গেই পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেন ট্রাম্প। অভিবাসন প্রক্রিয়ায় ‘বড়সড় ফাঁকফোকর’ রয়েছে বলে মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, ‘‘অভিবাসন নীতির কারণে এ দেশ থেকে অনেক প্রতিভাবান পাঠ শেষ করে ফিরে যাচ্ছেন। এর ফলে আমরা অনেক প্রতিভাকে হারাচ্ছি। এ দেশে অসংখ্য কাজের সুযোগ রয়েছে। তাই অভিবাসন প্রক্রিয়া ত্রুটিমুক্ত করে যোগ্য, প্রতিভাবানদের এ দেশে ডাকতে হবে।’’

আরও পড়ুন: যুদ্ধের জন্য তৈরি থাকুন, নয়া বছরে সেনাকে প্রথম নির্দেশ চিনা প্রেসিডেন্টের

আরও পড়ুন: চিনের সংযুক্তির ডাক ফের উড়িয়ে দিল তাইওয়ান

অভিবাসন নীতি নিয়ে তাঁর কঠোর মনোভাবের জন্য বিশ্বের নানা প্রান্তে বার বার সমালোচিত হচ্ছেন ট্রাম্প। বিশেষ করে অবৈধ অভিবাসী বাবা-মায়ের থেকে তাঁদের সন্তানেরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশে-বিদেশে প্রবল নিন্দার ঝড় ওঠে। হোয়াইট হাউসে সাংবাদিকরা এ নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। সেখানেই ট্রাম্প জানিয়েছেন, মেধার জোরে আমেরিকায় কেউ থাকতে এলে তাতে তাঁর প্রশাসনের আপত্তি নেই। ট্রাম্পের কথায়, ‘‘সীমান্ত নিয়ে আমি খুবই কড়া। সেটা সবাই জানে। আমরা চাই, বিদেশ থেকে এখানে সকলে সীমান্ত পেরিয়ে আসবেন। আমরা যেটা চাই সেটা হল মেধা।’’ অর্থাৎ উচ্চশিক্ষিত এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের দিকেই স্পষ্ট ইঙ্গিত করেছেন ট্রাম্প।

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Foreign Students US Colleges
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE