Advertisement
E-Paper

আরও এক প্যালেস্টাইনি ভূখণ্ড এ বার দখলে নিতে সক্রিয় ইজ়রায়েল, নোটিস জারি করল নেতানিয়াহুর সরকার

গত অক্টোবরে নেতানিয়াহুর উপস্থিতিতে ইজ়রায়েলের পার্লামেন্ট নেসেটে একটি প্রস্তাব পাশ হয়েছিল। তাতে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ককে ইজ়রায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।

গাজ়ায় যুদ্ধবিরতি চলাকালীন এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্ক দখলে তৎপর হল ইজ়রায়েল! বুধবার ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অধিকৃত পূর্ব জ়েরুসালেমে নতুন বসতি স্থাপনের জন্য একটি নোটিস জারি করেছে।

‘গ্রেটার জেরুজালেম’ পরিকল্পনার অন্তর্গত ওই প্রকল্প কার্যকর হলে ইজ়রায়েল অধিকৃত দুই ভূখণ্ড মাআলে আদুমিম এবং পূর্ব জ়েরুসালেম ভৌগোলিক ভাবে সংযুক্ত হবে এবং প্যালেস্টাইনি বসতি ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অঞ্চল কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যাবে। নোটিসেও সে কথা স্পষ্ট করেছে নেতানিয়াহু সরকার। বলা হয়েছে, ‘লাইফ ফ্যাব্রিক’ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এই পদক্ষেপের মাধ্যমে ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অঞ্চল ইজ়রায়েলের সঙ্গে সংযুক্ত করা হবে।

গত অক্টোবরে নেতানিয়াহুর উপস্থিতিতে ইজ়রায়েলের পার্লামেন্ট নেসেটে একটি প্রস্তাব পাশ হয়েছিল। তাতে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ককে ইজ়রায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে। ওই প্রস্তাবে কার্যত নস্যাৎ করে দেওয়া হয়েছে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের দাবি। এর ফলে আগামী দিনে গাজ়ার পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কেও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্যালেস্টাইনি জনতার বৃহত্তম আবাসভূমি ওয়েস্ট ব্যাঙ্কের পূর্বাংশে ১০ হাজার বর্গকিলোমিটারের জর্ডন উপত্যকা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে নিয়ন্ত্রণে রেখেছে ইজ়রায়েলি সেনা।

প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডের বাকি অংশ। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। আদর্শগত ভাবে ‘গণতান্ত্রিক চেতনা’য় আস্থাশীল পিএলও। তারা কট্টরপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল হামাস। পূর্ব জ়েরুসালেমে নতুন ইহুদি বসতি স্থাপনের উদ্যোগের বিরোধিতায় সরব হয়েছে ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টাইন সরকার।

Israel-Palestine Conflict Jerusalem West Bank gaza
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy