রাস্তায় নেমে গণপ্রতিবাদের ডাক দিয়েছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি (প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র)। তাঁর ডাকে হাজার হাজার মানুষ ইরানের রাস্তায় জড়ো হয়েছেন। জোরদার হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলন দমনে কঠোর হচ্ছে ইরান প্রশাসন। এমন পরিস্থিতিতে রেজা আবার আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিলেন। জনগণকে তাঁর বার্তা, রাস্তা ছেড়ে যাবেন না! তিনি এ-ও মনে করিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের আন্দোলন দেখছেন।
ইরানিদের আশ্বস্ত করে রেজা জানিয়েছেন, বিশ্বব্যাপী স্বাধীনতাপন্থী নেতাদের নজরে রয়েছেন তাঁরা। ট্রাম্পের প্রশংসা আবার শোনা গেল রেজার কণ্ঠে। তিনি তাঁর এক্স পোস্টে লেখেন, ‘‘বিশ্বনেতা প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের (ইরানে আন্দোলনকারী) অবর্ণনীয় সাহসিকতা খুব কাছ থেকে নজর রাখছেন। আপনাদের সাহায্য করতে প্রস্তুত তিনি। আপনারা রাস্তা ছেড়ে যাবেন না। আমি জানি, খুব শীঘ্রই আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারব।’’
রেজা মনে করেন, ইরানে চলতি বিক্ষোভ খামেনেইয়ের ‘দমনমূলক ব্যবস্থাকে’ দুর্বল করে দিয়েছে। তাঁর কথায়, ‘‘আমি নিশ্চিত, আন্দোলন দমন করার জন্য ইরানের সরকার ভাড়াটে সৈন্যের অভাববোধ করছে।’’ রেজার কথায়, ‘‘অনেকে সশস্ত্র বাহিনী ছেড়ে চলে গিয়েছেন। অনেকে আবার আন্দোলন দমন করার নির্দেশ মানছেন না। খামেনেইকে সমর্থন করছেন এমন কিছু ভাড়াটে সৈন্য যাঁরা ইরানিদের তাঁদের শত্রু মনে করেন।’’ আন্দোলনকারীদের রেজার উপদেশ, কখনওই দলছুট হবেন না। বড় রাস্তা ছেড়ে অলিগতিতে গেলেই ‘বিপদ’!
আরও পড়ুন:
প্রায় দু’সপ্তাহ ধরে খামেনেই বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। ধারাবাহিক ভাবে বিক্ষোভ চলছে। তা ক্রমশ বৃদ্ধিও পাচ্ছে। ইরানের এই বিক্ষোভে সমর্থন রয়েছে আমেরিকারও। প্রকাশ্যেই এই সমর্থনের কথা ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। ট্রুথ সোশ্যালে বার বার বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন ট্রাম্প। তাঁর সর্বশেষ পোস্টে তিনি দাবি করেন, ইরান ‘স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে’। ট্রাম্প এ-ও জানান, আমেরিকা সাহায্য করতে প্রস্তুত।
আন্দোলন দমনের সব রকম চেষ্টা করছে প্রশাসন। ইরানের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজ়াদ জানিয়ে দিয়েছেন, বিক্ষোভকারীদের ‘আল্লার শত্রু’ হিসাবে দেখা হবে। এর জন্য ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে এত হুমকি-হুঁশিয়ারি-সতর্কতার পরেও এখনও পর্যন্ত বিক্ষুব্ধ জনতাকে রাস্তাছাড়া করতে পারেনি তারা।