এ বার কিউবাকে হুমকি দিয়ে রাখলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কিউবা আর ভেনেজ়ুয়েলা থেকে কোনও তেল বা অর্থ পাবে না, সেই বন্দোবস্তও করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটিকে আমেরিকার সঙ্গে চুক্তি সেরে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। বোঝাপড়া না হলে কিউবা আর ভেনেজ়ুয়েলা থেকে কোনও তেল পাবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
রবিবার নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে ট্রাম্প লেখেন, “কিউবাতে আর কোনও তেল বা টাকা যাবে না। একেবারে শূন্য। আমি ওদের বলছি, বেশি দেরি হয়ে যাওয়ার আগে চুক্তি সেরে ফেলো।” তিনি আরও লেখেন, “কিউবা বহু বছর ধরে ভেনেজ়ুয়েলার তেল এবং অর্থের উপর নির্ভরশীল হয়ে থেকেছে।”
বস্তুত, কিউবা বহু বছর ধরেই তেলের উপরে নির্ভরশীল। গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ভেনেজ়ুয়েলা প্রতিদিন গড়ে ২৭ হাজার ব্যারেল জ্বালানি তেল পাঠিয়েছে কিউবায়। এই দ্বীপরাষ্ট্রে যে পরিমাণ তেলের ঘাটতি রয়েছে, তার প্রায় অর্ধেকই পূরণ করে ভেনেজ়ুয়েলা। সম্প্রতি ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকা। মাদুরোকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিন জেলে বন্দি তিনি। মাদুরোকে বন্দি করার পর পরই ট্রাম্প মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
আরও পড়ুন:
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ়-কানেলকে ‘ব্যর্থ শাসক’ বলে উল্লেখ করে ট্রাম্প ওই সময়ে বলেন, ‘‘কিউবার পরিস্থিতি এখন ভাল নয়। সেখানে প্রশাসনিক পরিকাঠামো ভেঙে পড়েছে। কিউবার জনগণের পক্ষে তা মোটেই সুখকর নয়। বছরের পর বছর ধরে কিউবার মানুষ ব্যর্থ শাসকের জন্য ফল ভুগছে। কিউবার মানুষকে এর থেকে মুক্তি দিতে হবে।’’