Advertisement
১১ মে ২০২৪

রোবটের রমরমা, তবু কদর মেধার

রোবটের রমরমা কিংবা উন্নত প্রযুক্তি এলেও মেধাসম্পদের কদরে টান পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আগামী দিনে একটি সফটওয়্যার হয়তো ২০ জনের কাজ করে দিতে পারবে। রোবট নেবে অনেক বড় সিদ্ধান্ত। কিন্তু এই সবের পরেও পেশাদার দুনিয়ায় মেধা ও মানবসম্পদের চাহিদা থাকবে বলেই তাঁদের অভিমত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ০২:৫৮
Share: Save:

রোবটের রমরমা কিংবা উন্নত প্রযুক্তি এলেও মেধাসম্পদের কদরে টান পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আগামী দিনে একটি সফটওয়্যার হয়তো ২০ জনের কাজ করে দিতে পারবে। রোবট নেবে অনেক বড় সিদ্ধান্ত। কিন্তু এই সবের পরেও পেশাদার দুনিয়ায় মেধা ও মানবসম্পদের চাহিদা থাকবে বলেই তাঁদের অভিমত।

সম্প্রতি বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত আলোচনা সভায় আধিকাংশ বক্তারই মত ছিল, মানবসম্পদ বিভাগ ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তির ব্যবহার বাড়লেও গুরুত্ব বাড়ছে মেধা ও শ্রমশক্তির। বক্তাদের মধ্যে ছিলেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, ইন্ডিয়া পাওয়ারের কর্তা সোমেশ দাশগুপ্ত, রাজ্যের স্কুলশিক্ষা দফতরের সচিব দুষ্মন্ত নারিয়ালা, নালকো চেয়ারম্যান তপনকুমার চাঁদ প্রমুখ। সোমেশের যেমন দাবি, ‘‘প্রতিটি বড় সংস্থা যেমন গবেষণায় খরচ বাড়াচ্ছে, তেমনই গুরুত্ব দিচ্ছে মানবসম্পদ বিভাগকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Robot Man Power
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE